1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমাকে মেরে ফেলুন, প্লিজ’ সেরা ছবি রোমে

৮ নভেম্বর ২০১০

শিরোনাম দেখে চমকে যাওয়ার কিছু নেই৷ ছবিটা আসলে ব্ল্যাক কমেডি৷ নাম, ‘কিল মি প্লিজ’৷ রোম চলচ্চিত্র উৎসবে এ ছবিই সেরার শিরোপা জিতে নিল৷

https://p.dw.com/p/Q1Ak
রোম, চলচ্চিত্র, ফিল্ম,Rome film Festival, Film, Glamour, Suicide, Belgium,Supriyo Bandyopadhyay,dw, Hollywood
রোম উৎসবে অভিনেত্রী অ্যালেক্সান্দ্রা মারিয়া লারাছবি: picture-alliance/dpa

বেলজিয়ামের ছবি৷ বিষয়বস্তু হল একদল অদ্ভুত মানুষের কাহিনী৷ এক ডাক্তারের ক্লিনিকে যারা কিনা অপেক্ষা করছে মৃত্যুর জন্য৷ এরা সকলেই আত্মহত্যা করতে চায়, সন্ধান চায় ঠিকঠাক আত্মহত্যার পথের৷ এক ডাক্তার তাদের এক এক করে মৃত্যুর পথ বাতলে দেবার কথা দিয়েছে৷ আসলে হাসির ছবি, কিন্তু বাস্তবকে বাদ দিয়ে নয়৷

তো, এবারের রোম চলচ্চিত্র উৎসব, যা কিনা শেষ হল রোববার, তাতে সেরার শিরোপা জিতে নিল ওলিয়াস বার্কো নির্দেশিত এই বেলজিয়ান ব্ল্যাক কমেডি৷ এছাড়া এবারের ন'দিন ব্যাপী রোম উৎসবে অভিনেত্রী জুলিয়ানা মুর থেকে শুরু করে অস্কার বিজয়ী নির্দেশক মার্টিন স্করসেসে পর্যন্ত বহু হলিউড তারকার ছড়াছড়ি ছিল৷ ব্যাটম্যান সিকোয়েল বা ব্যাটম্যান টু-তে যিনি ব্যাটম্যানের ভূমিকায় অভিনয় করেছেন, সেই হলিউড অ্যাকশন হিরো অ্যারন একহার্ট এসেছিলেন নিকোল কিডম্যানের বিপরীতে তাঁর সদ্য অভিনীত ছবি ‘টু ফেস' নিয়ে৷

আয়োজকরা বলছেন, এবারের উৎসব গতবারের তুলনায় বেশি সফল সবদিক থেকেই৷ তবে শুরুতে সামান্য একটু গোলযোগ হয়েছিল, তা হল চলচ্চিত্র শিল্পে সরকারি অর্থ বরাদ্দ বন্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট কর্মীরা৷ ফলে রেড কার্পেট অভ্যর্থনা বাদ পড়ে যায়৷ তবে শেষ পর্যন্ত উৎসব ভালোয় ভালোয় শেষ হয়েছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম