‘আমাদের বাকস্বাধীনতা ৫৭ ধারায় আটকে গেছে' | পাঠক ভাবনা | DW | 14.10.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমাদের বাকস্বাধীনতা ৫৭ ধারায় আটকে গেছে'

‘‘আমাদের বাকস্বাধীনতা ৫৭ ধারায় আটকে গেছে যেখান থেকে বের হওয়ার সাহস বা শক্তি আমাদের নেই, এভাবে চলতে থাকলে অচিরেই আমরা বাকপ্রতিবন্ধী জাতিতে পরিণত হবো৷'' ডয়চে ভেলের ফেসবুক পাতায় একজন পাঠকের মন্তব্য৷

তত্ত্বাবধায়ক সরকারের সময় টকশোর আলোচকদের নাকি গোয়েন্দা সংস্থা ঠিক করে দিতো৷ এখনকার কি পরিস্থিতি বদলেছে? এই বিষয় নিয়ে লিখেছেন সাংবাদিক গোলাম মোর্তোজা৷ তাঁর সেই লেখায় মন্তব্য করেছেন অনেকে৷

ডয়চে ভেলের ফেসবুক পাঠক মোহাম্মদ ইমরান আলী লিখেছেন, ‘‘ডয়চে ভেলের সকল সংবাদই আমি পড়ি৷ সাম্প্রতিককালে বাংলাদেশের জনগণের ও মিডিয়ার বাকস্বাধীনতা নিয়ে আপনাদের তথ্যবহুল সংবাদগুলো বাকস্বাধীনতা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে আশা করি৷ আমাদের বাকস্বাধীনতা ৫৭ ধারায় আটকে গেছে যেখান থেকে বের হওয়ার সাহস বা শক্তি আমাদের নেই৷ আর এভাবে চলতে থাকলে অচিরেই আমরা বাকপ্রতিবন্ধী জাতিতে পরিণত হবো৷''

ইমারান আলী মনে করেন, ‘‘বাকস্বাধীনতা বলে কোন শব্দ বাংলাদেশের ডিকশনারিতে নেই, যেটুকু আছে সেটুকু শুধু মুখে মুখে৷'' এ সম্পর্কে টুইটারেও অনেকে মন্তব্য করেছেন৷

ফেসবুক পাঠক জলিলুর রহমান লিখেছেন, ‘‘হয়তো সে কারণেই আসিফ নজরুল, তুহিন মালিক, জুনায়েদ সাকী, ইব্রাহিম স্যারদের মতো গুণী লোকদের আজ-কাল আর টক শোতে দেখা যায় না৷''

জলিলুর রহমান তাঁর মতামতের শেষে ডয়চে ভেলেকে অনুরোধ করেছেন, ‘‘যাই হোক আপনাদের কাজ আপনারা চালিয়ে যান, কেউ না শুনলেও ইতিহাস তা জানবে ও বিচার করবে৷'' পাঠক অভি চৌধুরী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সম্ভবত খানিকটা আতঙ্কিত৷ তিনি ডয়চে ভেলেকে লক্ষ্য করে লিখেছেন, ‘‘আর কিছুদিন পর এখন যেটা বললেন সেটাও হয়তো বলতে পারবেন না!''

আজকের যুগের গণমাধ্যম অনেক বিস্তৃত বলে একে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হলেও নানাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে৷ গণমাধ্যম নিয়ন্ত্রণের নানা কৌশল বের করা হয়েছে৷ এক্ষেত্রে বলা যেতে পারে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে৷ আর সেজন্যই হয়তো মোহাম্মদ আহসান হাবীব লিখেছেন, ‘‘বাংলাদেশকে এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র মনে হয় না৷ এখানে একনায়কতন্ত্রের কালো ছায়া পড়েছে৷ যার কারণে জনগণ তাদের সাংবিধানিক মৌলিক অধিকার হারিয়েছে৷ এদেশের ১৬ কোটি মানুষ আজ অপশাসনের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছে৷ তাদের যেন মুক্তি নেই৷ এটাই কি মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যক্ষ রূপ?''

বাংলাদেশের জনগণের বাকস্বাধীনতা সম্পর্কে আরো অনেক বন্ধুই তাদের মতামত জানিয়েছেন৷ টুইটারে মতামত জানাতে ব্যবহার করুন #dwAlaap হ্যাশট্যাগ৷ এছাড়া বাকস্বাধীনতা নিয়ে আমাদের বিশেষ আয়োজন পেতে ক্লিক করুন: http://www.dw.com/alaap

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

নির্বাচিত প্রতিবেদন