1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘আমার ছেলেকে ফিরিয়ে দিন’’

সমীর কুমার দে, ঢাকা২৫ এপ্রিল ২০১৪

ব়্যাব পরিচয়ে ধরে নিয়ে যাওয়া আটজনের পরিবার ঢাকায় এক সংবাদ সম্মেলন করে তাঁদের প্রিয়জনদের মুক্তি দাবি করেছেন৷ এদের মধ্যে চারজনই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র৷ একজন বিএনপি নেতা৷

https://p.dw.com/p/1Bo15
পরিবারের দাবি চারজনকে র‌্যাব পরিচয়ে একসঙ্গে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়ছবি: picture-alliance/dpa

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাসেল নামে ‘নিখোঁজ' হওয়া একজনের মা মজিদা বেগম৷ তিনি বলেন, ‘‘আমার ছেলে মাজহারুল ইসলাম রাসেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স পাস করেছে৷ অনার্স ও মাস্টার্স দুটোতেই সে প্রথম শ্রেণি পেয়েছে৷ ৩৪তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে৷ এখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল৷ পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগেও ভর্তি হয়েছিল৷ ওর পড়ার প্রতি দারুণ আগ্রহ৷ কোনো দিনও রাজনীতিতে অংশ নিত না৷ আমার এমন নিরীহ ছেলেকে গত ৪ ডিসেম্বর র‌্যাব পরিচয়ে ধরে নিয়ে গেছে৷ সেই থেকে আর ওকে পাওয়া যাচ্ছে না৷ অনেক খুঁজেছি, কোথাও মেলেনি ওর সন্ধান৷ তাই শেষমেষ আপনাদের কাছে এসেছি, আমার ছেলেকে ফিরিয়ে দিন৷''

রাসেল ছাড়াও আল আমিন, আসাদুজ্জামান রানা ও আব্দুল কাদের ভুঁইয়া মাসুমকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাব পরিচয়ে একসঙ্গে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, বলে জানান তাঁদের পরিবারের সদস্যরা৷ গাড়িগুলোর গায়ে র‌্যাব-১ লেখা ছিল বলেও দাবি তাঁদের৷ সেই থেকে ঐ চারজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷

Bangladesch Salauddin Quader Chowdhury Urteil 01.10.2013 Dhaka
ব়্যাবের বিরুদ্ধে ক্রসফায়ারের অভিযোগ রয়েছেছবি: picture-alliance/dpa

নিখোঁজ হওয়া অন্য চারজনের মধ্যে একজন বিএনপি নেতা৷ সাংবাদিক সম্মেলনে ‘নিখোঁজ' হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা একসঙ্গেই বলেন, ‘‘আমরা অসহায়, কেউ সন্তান হারা, কেউ স্বামী হারা, কেউ ভাই হারা, কেউ পিতা হারা৷ গত পাঁচ মাস ধরে আমাদের কারো প্রিয় সন্তান, কারো পিতা, কারো স্বামী নিখোঁজ রয়েছেন৷ র‌্যাব বা ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের উঠিয়ে নিয়ে গেছে৷ কিন্তু তারা বরাবরই তা অস্বীকার করে যাচ্ছে৷ র‌্যাব ও বিভিন্ন থানায় যোগাযোগ করেও নিখোঁজ ব্যক্তিদের এখনো কোনো সন্ধান মেলেনি৷''

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, গণস্বাস্থ্য নগর কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও জাতীয় মানবাধিকার সমিতির কর্মকর্তা মঞ্জুর হোসেন ইশা৷ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন চলাকালে আবুল লতিফ নামে এক ব্যক্তি হাজির হয়ে বলেন, ‘‘আমার ছেলে আশিকুর রহমানকে গত ২৭ মার্চ রাজধানীর মগবাজার এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়৷ এ ঘটনায় রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি৷ স্থানীয় এমপি ও একজন মন্ত্রীকে সুপারিশ করেও আশিকুরকে উদ্ধারের চেষ্টা চালানো হয়৷ কিন্তু গত ২৭ দিন ধরে ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ আমি অবিলম্বে ছেলেকে অক্ষত ফেরত চাই৷''

সাংবাদিক সম্মেলন শেষে সুলতানা কামাল ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে বলেন, ‘‘নিখোঁজদের উদ্ধারের দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর৷ এ ধরনের অনাচার-অবিচার চলতে পারে না৷ প্রত্যেকের দায়িত্ব এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা৷'' আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দ্যেশে তিনি বলেন, ‘‘রাষ্ট্রীয় বাহিনীকে স্মরণ করিয়ে দিতে চাই, তারা কোনো দল বা গোষ্ঠীর নয়৷ দায়িত্বে অবহেলার কারণে তাদেরকেও জবাবদিহি করতে হয়৷ অতীতে একই কাজ করে তারা পার পেয়ে যাওয়ায় নৈতিকতা হারিয়ে বারবার একই কাজ করছে৷'' তিনি বলেন, ‘‘দলমত নির্বিশেষে যারাই নিঁখোজ হন না কেন তাদের খুঁজে দেওয়ার দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর৷''

আইনজ্ঞ শাহদীন মালিক ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই কান্নার জন্য দেশ স্বাধীন হয়নি৷ রাষ্ট্র যদি গণতান্ত্রিক হয় তাহলে জনগণের কথা শুনতে হবে৷'' ক্রসফায়ারের কোনো ঘটনার আজও বিচার হয়নি দাবি করে এই আইনজীবী বলেন, ‘‘বিচারহীনতার পথ ধরে দেশের উন্নয়ন সম্ভব নয়৷ এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে৷'' সংবিধান ও আইনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘‘আইন-শৃঙ্খলা বাহিনী যদি কাউকে গ্রেফতার করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হবে৷ যদি আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ কাউকে তুলে নিয়ে যায়, তাহলে তাদের খুঁজে বের করা এবং কারা নিয়ে গেল তাদেরও আইনের মুখোমুখি করাই আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব৷ এই বাহিনীর প্রতি আমার অনুরোধ, তাঁরা যেন আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখেন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য