1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমার দেখা সেরা জার্মান টীম,’ বললেন লাম

১২ জুন ২০১০

মাত্র ১ মিটার ৭০ সেন্টিমিটার দীর্ঘ এবং ২৬ বছরে জার্মানি তথা বিশ্বকাপের সর্বকালের তরুণতম ক্যাপ্টেন ফিলিপ লাম জোহানেসবার্গের কাছে জার্মান দলের ঘাঁটিতে তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে দেশী-বিদেশী সাংবাদিকদের চমকে দিয়েছেন৷

https://p.dw.com/p/Np2H
দক্ষিণ আফ্রিকা যাবার প্লেনে লাম (বাঁ থেকে তৃতীয়): শাকিরা’কে চিনতে পারলেন?ছবি: picture alliance / dpa

প্রথমত লাম তাঁর আনকোরা নতুন দল সম্পর্কে বলেছেন, ‘‘আমার দৃষ্টিকোণ থেকে, আমি যতো জার্মান দলে খেলেছি, তাদের মধ্যে এটাই সেরা৷'' - ‘‘এরা (সাফল্যের জন্য) ক্ষুধিত৷ প্রত্যেকটি ট্রেনিং সেশনে দেখা যায় যে, এদের মনঃসংযোগ এবং প্রেরণা অতি উচ্চ৷'' ইউরো ২০০৮-এ যে জার্মান দলটি ফাইনালে হারে তাদের সঙ্গে তুলনা করতে বলা হলে লাম বলেন: ‘‘এখন আমাদের আরো অনেক বেশী প্লেয়ার আছে, যারা একক মোলাকাতে বল কাড়তে কি রাখতে সমর্থ, যাদের টেকনিক ভালো এবং যারা বল পায়ে রাখতে ভালোবাসে৷ কাজেই এখন দলে কম তথাকথিত ‘জার্মান' প্লেয়ার আছে, যা আমাদের পক্ষে সত্যিই ভালো৷''

কাজেই যে ২৬ বছরের তরুণটিকে দেখে এযাবৎ ‘বড় ভালো ছেলে' বলে মনে হয়েছে, দেখা যাচ্ছে তারও দাঁত আছে, মন্তব্য করেছেন বিদেশী সাংবাদিকরা৷ সত্যিই তো, জার্মানির এই দল ১৯৩৪ সালের বিশ্বকাপ যাবৎ তাদের তরুণতম৷ তাদের হয়তো স্টাইল, পাওয়ার আর পোক্ত চেহারা না থাকতে পারে, কিন্তু তাদের আছে ক্ষিপ্রতা, বুদ্ধি এবং বদলানোর ক্ষমতা৷ আর বালাক নেই বলে জার্মানি কিছু কাঁদতে বসেনি৷ একা লামই নন, সঙ্গে দোসর বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, যাঁকে এবার মেসুত ওয়েজিল, থমাস ম্যুলার এবং হলগার বাডস্টুবারের মতো ‘ইয়ং প্যাকের' নেতৃত্বে দেখা যাবে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই