1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমার দেশ বন্ধ, সম্পাদক গ্রেফতার

২ জুন ২০১০

বাংলদেশে বিরোধী দল সমর্থক একটি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে৷ একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদককে৷ পত্রিকাটির প্রকাশকের দায়ের করা একটি মামলার পর এই ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/NfXl
ছবি: Charles Kaisin

এর আগে গত মাসে বিরোধী দল সমর্থক টিভি চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়৷

একাধিক বার্তা সংস্থার খবরে জানা গেছে, আমার দেশ পত্রিকার প্রকাশত হাসমত আলী মঙ্গলবার একটি প্রতারণার মামলা দায়ের করেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে৷ উল্লেখ্য, মাহমুদুর রহমান সাবেক জোট সরকারের আমলে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন৷ বর্তমান সরকারের কট্টর বিরোধী হিসেবেও তিনি পরিচিত৷ বুধবার ভোররাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ পত্রিকাটির কারওয়ান বাজারের কার্যালয়ে পুলিশ এক অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে৷

এর আগে রাতে আমার দেশ পত্রিকার ছাপাখানায় অভিযান চালায় পুলিশ৷ এসময় পত্রিকাটির প্রকাশনা কাজ চলছিল৷ পুলিশ প্রকাশনার কাজ বন্ধ করে দেয় এবং ছাপাখানা সিলগালা করে দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ এরপরই পত্রিকাটির কার্যালয়ে অভিযান চালানো হয়৷ এসময় অনেক সাংবাদিককে মারধর করা হয় বলে ও জানিয়েছে এএফপি৷ একাধিক বার্তা সংস্থার খবরে জানা গেছে, মঙ্গলবার সকালে আমার দেশ প্রকাশক হাসমত আলীকে গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে নিয়ে যায়৷ তবে বিকালেই তাঁকে ছেড়ে দেওয়া হয়৷

এদিকে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷ জানা গেছে, পত্রিকাটির কার্যালয়ে যখন পুলিশী অভিযান চলছিল তখন বিএনপি সমর্থক নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিল৷ এদিকে আমার দেশ বন্ধ করে দেওয়া ও মাহমুদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিএনপি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আবদুস সাত্তার