‘আমার প্রাণের মিডিয়া ডয়চে ভেলে' | পাঠক ভাবনা | DW | 26.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমার প্রাণের মিডিয়া ডয়চে ভেলে'

‘‘অবিশ্বাস্য হলেও সত্য যে যুক্তরাষ্ট্রে প্রতি দুইশ' কিশোরীর একজন কুমারী, কিন্তু গর্ভবতী৷ ব্রিটিশ মেডিকেল জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে৷ আর আমি জানলাম ডয়চে ভেলে থেকে৷'' এভাবেই লিখেছেন বন্ধু বারিক৷

তিনি আরো লিখেছেন, ‘‘অন্য একটি প্রতিবেদনের শিরোনাম ‘গর্ভপাত নয়, প্রয়োজন যৌন শিক্ষা'৷ মধ্যপ্রাচ্য, সুইজারল্যান্ড, লেবানন প্রসঙ্গে প্রতিবেদনটি আমার দারুণ লেগেছে৷ এ সব প্রতিবেদনের জন্য আমার প্রাণের মিডিয়া ডয়চে ভেলেকে জানাই আন্তরিক ভালোবাসা৷ এম এ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷

এবার ‘টপ গেম কুইজ'-এর ফলাফল:

বিশ্বকাপ উপলক্ষ্যে ডয়চে ভেলের আয়োজিত বিশেষ ‘টপ গেম কুইজ'-এ গতকাল মানে ২৫শে জুনের প্রশ্ন ছিল: কে জিতবে, নাইজেরিয়া বনাম আর্জেন্টিনার খেলায়? এখন আমরা সবাই জানি যে সেই খেলায় বিজয়ী হয়েছে আর্জেন্টিনা৷ সঠিক উত্তরদাতাদের মধ্যে বিজয়ী নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে৷ এবারের বিজয়ী হয়েছেন খান শাহিল, আরালি, রাজনগর, বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত থেকে৷

বিজয়ী বন্ধুকে আমাদের আন্তরিক অভিনন্দন! আর যাঁরা কুইজে অংশ নিয়েছেন তাঁদের সবাইকেও অনেক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন