‘আমি অন্বেষণ কুইজে বিজয়ী হয়েছি’ | পাঠক ভাবনা | DW | 03.04.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমি অন্বেষণ কুইজে বিজয়ী হয়েছি’

রজনী গন্ধা ফুলের শুভেচ্ছা রইলো ডয়চে ভেলে বাংলা ভাষার সবাইকে৷ আমি আপনাদের ফেসবুক পেজের বন্ধু৷ একুশে টিভিতে এর আগে দুইদিন অন্বেষণ অনুষ্ঠান দেখেছি জানিয়েছেন শারমিন আকতার সুমি৷

গোয়ালকান্দি, রাজশাহী, বাংলাদেশ থেকে বোন সুমি আরো লিখেছেন, ‘‘আমি গত সপ্তাহের অন্বেষণ কুইজের বিজয়ী আমি৷ নিয়মিত ফেসবুক ব্যবহার করতে বসি না, তাই আমি জানতাম না যে আমি অন্বেষণ কুইজে বিজয়ী হয়েছি৷ আজ আমার এক ভাই আপনাদের ওয়েবসাইটে আমার নাম দেখে আমাকে জানালো৷ আমি আপনাদের কুইজে বিজয়ী হয়ে খুব খুশি৷ এই প্রথম কোন কুইজে অংশ নিয়ে আমি বিজয়ী হয়েছি৷ আমার পুরস্কারটি নিচের ঠিকানায় পাঠানোর অনুরোধ করছি৷''

‘টি ২০' বিশ্বকাপ ক্রিকেটের থিম সং ‘চার ছক্কা ঐ ঐ, বল উঠিয়া গেল কৈ' নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে ফ্ল্যাশ মব হয়েছে৷ ইতিমধ্যে ইউটিউব এ প্রকাশও হয়েছে অনেক ভিডিও ফ্ল্যাশ মব৷ বাংলাদেশের এই ‘ফ্ল্যাশমব' নিয়ে ডয়চে ভেলে বাংলায় একটি ছবিঘর করার অনুরোধ করেছেন রাজীব কুমার মন্ডল, হাসিমপুর, সালামপুর, লালপুর, নাটোর থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন