1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমেরিকা ইসলামের শত্রু নয় : জো বাইডেন

১২ জানুয়ারি ২০১১

সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের কাছে আরো সহায়তা চায় যুক্তরাষ্ট্র৷ এই বার্তা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে ইসলামাবাদ সফরে আছেন৷ পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি৷

https://p.dw.com/p/zwj1
ছবি: AP

বাইডেন-জারদারি বৈঠকের সর্বশেষ অবস্থা


পাকিস্তানের মাটি থেকে সহিংস চরমপন্থি এবং সন্ত্রাসবাদ নির্মূলে লড়বে ইসলামাবাদ৷ বুধবার মার্কিন উপ-রাষ্ট্রপতি জো বাইডেন এর সঙ্গে সাক্ষাতের পর এই মন্তব্য করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি৷ এক বিবৃতিতে তিনি বলেন, উগ্র চরমপন্থি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে ও তাদেরকে পরাজিত করতে পাকিস্তান অঙ্গীকারবদ্ধ৷ এসব ভীতিপ্রদর্শনকারী শক্তির মুলোৎপাটন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে৷

জো বাইডেন পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেন, পাকিস্তানের গণতন্ত্র শক্তিশালী করতে এবং সেদেশের সন্ত্রাসবাদ বিরোধী কর্মকাণ্ডে সহায়তা করবে মার্কিন প্রশাসন৷

বাইডেন-গিলানি সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা-গিলানির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন জো বাইডেন৷ এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়ে বাইডেন, পাকিস্তানকে আরো সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেন৷ মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানি সমাজের কিছু অংশে এবং অন্যত্র এখনো মনে করা হয়, মার্কিনিরা ইসলাম ধর্ম এবং এর অনুসারীদের সম্মান করে না৷ আমরা ইসলামের শত্রু নই এবং আমাদের দেশে এই মহৎ ধর্মপালনকারীদের সঙ্গে সদ্ব্যবহার করা হয়৷

উত্তর ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান


গিলানির সঙ্গে বৈঠক শেষে বাইডেন বলেন, পাকিস্তানে উত্তরপশ্চিমের সীমান্ত অঞ্চলে অবস্থানরত তালেবান এবং আল-কায়দা জঙ্গিরা সেদেশের জন্যও হুমকি৷ তাই, সীমান্ত অঞ্চলে পাকিস্তানি সেনাদের আরো বেশি জঙ্গি বিরোধী অভিযান চায় মার্কিন যুক্তরাষ্ট্র৷ বিশেষ করে, উত্তর ওয়াজিরিস্তানে শীর্ষ তালেবান জঙ্গিরা অবস্থান করছে বলে মনে করে যুক্তরাষ্ট্র৷ জো বাইডেন উক্ত অঞ্চলে সেনা অভিযান বাড়াতে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আশফাক কিয়ানির সঙ্গেও আলোচনা করবেন৷

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি

আফগানিস্তানে বুধবারও একাধিক হামলায় প্রাণ হারিয়েছেন চার ন্যাটো সেনা৷ সেদেশের পূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণে প্রাণ হারান তিন সেনা৷ এছাড়া দক্ষিণাঞ্চলেও একইধরনের হামলায় নিহত হন এক সেনা৷ মৃতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি ন্যাটো৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন