1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমের নাম ‘শচিন তেন্ডুলকার’

৩০ এপ্রিল ২০১০

ল্যাংড়া, ফজলি, চৌসা, আলফনসো - হমমমম, সামনেই আমের মরসুম৷ কিন্তু এবার, বাজারের থলিতে শুধু এই চির পরিচিত আমই নয়, উঠে আসতে পারে নতুন এক প্রজাতি৷ যার গন্ধ ছড়িয়ে পড়বে নিমেষেই৷ এক্কেবারে ছক্কার গতিতে৷

https://p.dw.com/p/NAqg
‘লিটল মাস্টার' শচিন তেন্ডুলকারছবি: UNI

আর সেটা হবে নাই বা কেন ? আমের নাম যে ‘শচিন তেন্ডুলকার'৷ হ্যাঁ, বিশ্বাস করুন আর নাই করুন, দিল্লির অন্যতম আম ব্যবসায়ী কালিমুল্লা খান ‘লিটল মাস্টার'-এর নামানুসারেই একটি বিশেষ জাতের আমের নাম রাখতে চলেছেন৷ কালিমুল্লার কথায়, আমটি চৌসা আর গুদাদ শাহ আমের মিশ্রণে তৈরি৷ খুবই মিষ্টি এবং রসালো৷ তাই এই আম এক টুকরো মুখে দিলেই তা গলে যাবে সঙ্গে সঙ্গে৷ আর জ্যৈষ্ঠ মাসের শেষ থেকেই রাজধানী নতুন দিল্লি'তে পাওয়া যাবে এই সুস্বাদু আম৷

কিন্তু কেন ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার তেন্ডুলকারের নামে এই নামকরণ ? উত্তর প্রদেশে অবস্থিত লক্ষ্মৌ শহরের অদূরে মালিহাবাদ নামের একটি গ্রামের বাসিন্দা কালিমুল্লা জানান, ‘‘বিশ্বে শচিনের মতো ক্রিকেটার আর ক'জন আছেন ? তিনি দেশের নাম উজ্জ্বল করেছেন৷ তাই তাঁর নামেই আমার এই নতুন প্রজাতির আমের নাম রেখেছি আমি৷''

Alphonso Mangos
বিখ্যাত আলফনসো আমছবি: flickr/chooyutshing

অবশ্য ‘শচিন তেন্ডুলকার' নামের এই আম সত্যিই বাজারে পাওয়া যাবে কিনা - সে ব্যাপারে এক্ষুনি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না৷ তবে শচিনকে এই আমের একটা আস্ত গাছ উপহার দিতে চান কালিমুল্লা৷ তাঁর কথায়, ‘‘শচিনের ওপর কোন দাম বেঁধে দেওয়া যায় না৷ আমার জন্য শচিন অমূল্য৷ তবে তিনি যাতে বন্ধু-বান্ধবের সঙ্গে এই আম উপভোগ করতে পারেন - তার জন্যই এ ব্যবস্থা৷'' তাই আম পাকলেই মুম্বই গিয়ে শচিনকে নিজে তাঁর নামের আম দিয়ে আসতে চান বৃদ্ধ এই কৃষক৷

প্রসঙ্গত, এই নিয়ে প্রায় ৩০০টি নতুন প্রজাতির আম বের করেছেন কালিমুল্লা খান৷ পেয়েছেন জাতীয় পর্যায়ের পুরস্কারও৷ তাছাড়া, ফলের এহেন বিশেষ নামকরণ অবশ্য কালিমুল্লার জন্য এই প্রথম নয়৷ এর আগে, নিজের বাগানের এক বিশেষ ধরণের পেয়ারার নাম তিনি রেখেছিলেন বিখ্যাত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের নামে৷ আর বর্তমানে কালিমুল্লা নাকি প্রখ্যাত কন্ঠশিল্পী লতা মঙ্গেশকরের নামে একটি নতুন প্রজাতির ফলের ওপর কাজ করছেন৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক