1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরও অনেক কাজ বাকি: ফেনেল

২৫ সেপ্টেম্বর ২০১০

মাত্র এক সপ্তাহ বাকি৷ অথচ অনেক কাজ শেষ হয় নি৷ কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রধান মাইক ফেনেল শনিবার কাজ শেষ করার জন্য আরও তাড়া দিলেন৷

https://p.dw.com/p/PMbQ
কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রধান মাইক ফেনেলছবি: UNI

৩রা থেকে ১৪ই অক্টোবর নতুন দিল্লিতে বসছে কমনওয়েলথ গেমসের আসর৷ অথচ সংকট এখনো পেছন ছাড়ছে না৷ এর মধ্যে কোন আশঙ্কা কতটা বাস্তব, আর কোনটাই বা অতিরঞ্জিত – তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে৷ শনিবার ফেনেল অ্যাথলিটদের নিরাপত্তা নিয়ে আবার দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷ এক সংবাদ সম্মেলনে তিনি গত কয়েক দিন ধরে ভারতীয় কর্তৃপক্ষের বাড়তি উদ্যোগের প্রশংসা করেও মনে করিয়ে দেন যে এখনো অনেক কাজ বাকি রয়েছে৷ তবে তিনি বলেন, গেমস বাতিল করার কোনো আশঙ্কা নেই বা কখনো ছিলো না৷ অংশগ্রহণকারী ৭১টি দেশের মধ্যে কোনোটিই পিছু হটছে না, যদিও অনেক নামী অ্যাথলিট নতুন দিল্লি যাবেন না বলে জানিয়েছেন৷

Indien Flash-Galerie Commonwealth Games Dorf
অ্যাথলিটদের ভিলেজ নিয়ে দুশ্চিন্তা এখনো কাটে নি৷ছবি: AP

খোদ প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং আসরে নামার পর গত কয়েক দিনে অবিশ্বাস্য গতিতে কাজ হয়েছে৷ অ্যাথলিটদের ভিলেজ পরিষ্কার করা থেকে শুরু করে আরও অনেক বকেয়া কাজে গতি এসেছে৷ তা সত্ত্বেও এই সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে, তা সহজে কাটবে বলে মনে করছেন না অনেক পর্যবেক্ষক৷ ‘মুডিস' সংস্থার অর্থনীতিবিদ ম্যাট রবিনসন বলেছেন, ভারতের পরিকাঠামো, বড় আকারের অনুষ্ঠান পরিচালনার ক্ষমতা এবং পর্যটনের গন্তব্য হিসেবে ভাবমূর্তি নিয়ে বড় প্রশ্ন উঠেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক