1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরও ক্ষেপেছে আগ্নেয়গিরি: নতুন ছাই মেঘ আসছে

২০ এপ্রিল ২০১০

আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে ছাই উদগিরণের মাত্রা আবারো বাড়তে শুরু করেছে৷ অন্যদিকে, উড়াল নিরাপত্তা সংস্থা ডিএফএস মঙ্গলবার দুপুর ২টা অবধি বিমান না ওড়ার নতুন সময়সীমা ঘোষণা করেছে৷ হাজার হাজার যাত্রী আটকে রয়েছেন৷

https://p.dw.com/p/N0fO
ছবি: flickr/Daniel Örn

দৃশ্যপট যেন প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে৷ আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে ছাই উদগিরণের মাত্রা একটু কমতে থাকায় আশায় বুক বেঁধে বলা হচ্ছিলো, হয়তো সব ঠিক হয়ে যাবে৷ কিন্তু এই পরিস্থিতি যে সহসা শেষ হবার নয়, তা বোঝা গেলো গত মধ্যরাতের এক খবরে৷ সোমবার ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস জানিয়েছে, আগ্নেয়গিরি আবার ক্ষেপেছে৷ এ থেকে ছাই এর উদগিরণ বাড়তে শুরু করেছে৷ ফলে সোমবার দিনের বেলায় যেমনটা ভাবা হয়েছিল যে, হয়তো ধীরে ধীরে সবকটি বিমানবন্দর থেকে উড়াল খুলে দেয়া হবে, তা হয়তো হচ্ছে না৷ কারণ, ছাইবাহী বিশাল মেঘপুঞ্জ এগিয়ে আসছে ব্রিটেনের দিকেই৷

এই সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আরো শক্তিশালী হয়েছে আগ্নেয়গিরির লাভা উদগিরণ৷ নতুন ছাই মেঘ ছড়িয়ে যাচ্ছে ব্রিটেনের দক্ষিণ এবং পূর্ব দিকে৷' আবহাওয়া বিভাগ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেই তারা জানিয়েছেন এই খবরটি৷ তবে তারা জানিয়েছেন, উত্তর আইরিশ বিমান বন্দরগুলো থেকে আগে যেমনটা ভাবা হয়েছিল যে মঙ্গলবার সকাল থেকে আস্তে আস্তে বিমান উড়তে শুরু করতে পারবে, তা সম্ভব হবে না৷ তবে স্কটিশ এয়ারপোর্টগুলোতে স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাতটা থেকে আকাশে বিমান উড়াবার সময় এখনো ঠিক রয়েছে৷ অবশ্য বিমান নিয়ন্ত্রণ বিভাগের মূল কর্তার বক্তব্য, কিছুই ঠিকঠাক বা নিশ্চিত করে বলা যাচ্ছে না, দৃশ্যপট কেবল বদলে যাচ্ছে৷

Flughafen Paris / Vulkan Island / NO-FLASH
বিমান বন্দরে বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় চোখ অপেক্ষামান যাত্রীদেরছবি: AP

এদিকে, জার্মানি আজ কয়েক ঘন্টার জন্য মেঘ গবেষণায় এক উড়ন্ত গবেষণাগার পাঠিয়েছিল আকাশে৷ বিস্তীর্ণ এলাকা জুড়ে পর্যবেক্ষণ চালিয়ে ফিরে এসেছে সেটি৷ এই প্রতিষ্ঠানের বিজ্ঞানী উলরিশ শুমান জানান, আমরা বিভিন্ন উচ্চতায় উড়েছি৷ যেমন আট কিলোমিটার কিংবা ১২ কিলোমিটার৷ আবার ২ কিলোমিটার অবধি নেমে এসেছি৷ এর মানে হচ্ছে আমরা সব উচ্চতা অতিক্রম করেছি৷

অবশ্য এই গবেষণার বিস্তারিত কোন তথ্য পাওয়া না গেলেও জার্মানির বিমান নিরাপত্তা সংস্থা ডিএফএস মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বিমান আকাশে ডানা মেলতে না দেবার কথাই বলেছেন৷ অবশ্য কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে৷ আর এই ছাড় দেবার সুযোগে লুফৎহান্সার বিমান চলাচল আংশিকভাবে চালু করা হয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী