আরিফ জেবতিকের সাক্ষাৎকার নিয়ে আলোড়ন | পাঠক ভাবনা | DW | 05.02.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আরিফ জেবতিকের সাক্ষাৎকার নিয়ে আলোড়ন

শাহবাগ আন্দোলনের বর্ষপূর্তি নিয়ে ব্লগার আরিফ জেবতিকের সাক্ষাৎকারটি ডয়চে ভেলের ফেসকবুক পাতায় বেশ আলোড়ন তুলেছে৷ গতকাল সবচেয়ে বেশি পঠিত হয়েছে সাক্ষাৎকারটি৷

শাহবাগ আন্দোলনের অন্যতম কর্মী আরিফ জেবতিক মনে করেন, শুরুতে শাহবাগ আন্দোলনে যে জনসমর্থন ছিল, আজকেও সেই একই জনসমর্থন আছে৷ ফেসবুকে প্রশ্ন রাখা হয়েছিল, ‘আপনি কি এই ব্লগারের সঙ্গে একমত?'

প্রশ্নের উত্তরে মনোজ মোহন চৌধুরী লিখেছেন, ‘দেশ ব্যক্তি মানুষের অহংকার৷ এটার জন্যই মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যায়৷ যারা অন্যায় করে এবং অন্যায় সয়ে যায় তারা নরাধম৷ এগিয়ে যাও তোমরা৷ জয় হবেই৷'

সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন এখানে

হাজী শামসুল হুদা হেলাল অবশ্য ব্লগারের সাথে একমত পোষণ করেননি৷ তিনি লিখেছেন, ‘প্রথম তিনদিন আমি নিজেও সমর্থন করেছিলাম৷ কিন্তু আমরা যখন দেখলাম আওয়ামী লীগের দালালি শুরু হলো, তখন আর সমর্থন করিনি৷ আমি যেখানে আছি সেই সৌদি আরবের অনেক বাঙালি শাহবাগের জন্য অর্থ সংগ্রহের কথা ভাবলেও, পরে তা বাতিল করে৷'

রাশেদ মোশাররফ চৌধুরী বাপ্পীও আরিফ জেবতিকের সাথে একমত হতে পারেননি৷ তিনি লিখেছেন, ‘জনগণ বুঝতে পেরেছে এটা একটি দলের অ্যাজেন্ডা৷ গণজাগরণ মঞ্চ তাদের অ্যাজেন্ডাতে জনগণের চাহিদা তুলে ধরতে ব্যর্থ হয়েছে৷ সত্যিই লজ্জার ব্যাপার৷'

রফিকুল ইসলাম লিখেছেন, ‘শাহবাগ সরকারি দলের আর হেফাজত-বিএনপি-জামাতের পেইড প্রক্সি সার্ভার৷ এই সত্যের ব্যাপারে কেবল দলকানারা ছাড়া বাকি সবাই একমত৷'

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন