1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো তিনটি স্বর্ণ জিতলো বাংলাদেশ

৬ ফেব্রুয়ারি ২০১০

চলমান এসএ গেমসে শনিবার বাংলাদেশ মোট তিনটি স্বর্ণ জয় করেছে৷ এগুলো এসেছে উশু, তায়কোয়ান্দো ও গলফ থেকে৷

https://p.dw.com/p/LuaH
বাংলাদেশের তিনটি স্বর্ণ জয়ছবি: AP

বিকেলে সিলেটে উশুর এক ইভেন্টে বাংলাদেশের ইতি ইসলাম শ্রীলঙ্কার প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন৷ এদিকে, কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের দুলাল হোসেন স্বর্ণ পেয়েছেন৷ এছাড়া, ঐ একই ইভেন্টে বাংলাদেশের আরও দুই প্রতিযোগী - জামাল হোসেন ও জাকিরুজ্জামান রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন৷ আর তায়কোয়ান্দোতে দেশের পক্ষে সোনা জিতেছেন শারমিন ফারহান রুনি৷ এ নিয়ে বাংলাদেশের মোট স্বর্ণ সংখ্যা হলো আট৷

অন্যদিকে, গেমসের অ্যাথলেটিক্সের উদ্বোধনী দিনের ছয়টি ইভেন্টের মধ্যে তিনটিতেই সোনা জিতেছে ভারত৷ তাই এতে মাত্র দুটি ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : দেবারতি গুহ