1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্জেন্টিনার কাছে পাত্তাই পেলনা স্পেন

৮ সেপ্টেম্বর ২০১০

আবারো চার গোল৷ তবে এবার আর্জেন্টিনার বিপক্ষে নয়৷ গোল হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে৷ আর দিয়েছে আর্জেন্টিনা৷

https://p.dw.com/p/P6jC
স্পেনের বিপক্ষে গোল পেলেন মেসিছবি: AP

বিশ্বকাপে জার্মানির কাছে চার গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বেরিয়ে যাওয়া আর্জেন্টিনা এবার সমান সংখ্যক গোল দিল স্পেনকে৷ গোল পেয়েছেন তারকা খেলোয়াড় মেসি৷ সঙ্গে ইগুয়েইন, তেভেজ ও আগুয়েরো৷ আর স্পেনের পক্ষে একমাত্র গোলটি করেন ফার্নান্দো লরেন্তে৷

খেলাটা ছিল প্রীতি ম্যাচ৷ কিন্তু তাতে কি! বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আর্জেন্টিনার খেলা৷ তাই সেটার প্রতি আকর্ষণ ছিল সবার৷ বিশ্লেষকদের ধারণা ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পাবেনা আর্জেন্টিনা৷ কিন্তু বুয়েনস আইরেসের মাঠে দেখা গেল উল্টো স্পেনই পাত্তা পেলনা আর্জেন্টিনার কাছে৷

খেলার প্রথমার্ধেই তিনটি গোল খায় স্পেন৷ আর শেষেরটি দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে৷ তবে ৮৪ মিনিটে তারা একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়৷ স্কোরলাইন দেখেই বোঝা যাচ্ছে, প্রথমার্ধে আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি স্পেন৷ তবে আর্জেন্টিনার গোলগুলোর পেছনে স্পেনের গোলরক্ষকেরও একটা ভূমিকা ছিল বলা যায়৷ কারণ পোস্টে ছিলেননা এক নম্বর গোলরক্ষক ইকার কাসিয়াস৷ তাঁর বদলে ছিলেন পেপে রাইনা৷

এদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন জয়ের পর মারাদোনাকে আবার আর্জেন্টিনার কোচ বানানো উচিত কিনা তা নিয়ে আলোচনা হয়তো নতুন কোন মোড় নিতে পারে৷ কারণ নতুন কোচ বাতিস্তার আমলে খেলা দুটি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা৷ তার চেয়েও বড় কথা গোল পেয়েছেন মেসি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন