1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্জেন্টিনার কোচের দায়িত্ব থেকে মারাদোনার অব্যাহতি

২৮ জুলাই ২০১০

ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে বিদায় জানালো আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন -এএফএ৷ বেশ কিছু শর্তসাপেক্ষে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হলো না এই তারকা ফুটবলারের৷

https://p.dw.com/p/OWBN
ফুটবল, দিয়েগো, মারাদোনা, Maradona, Argentina, Football
ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনাছবি: AP

আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড়মাপের খেলোয়াড় হলেও কোচ হিসেবে খুব একটা সাফল্য মেলেনি মারাদোনার কপালে৷ ১৯৮৬ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা৷ এর নায়ক হিসেবেই সবচেয়ে জনপ্রিয়তা জোটে মারাদোনার৷ পরের আসরে দলকে নিয়ে যান রানার্স-আপ পর্যন্ত৷ কিন্তু এরপর আর খুব একটা কৃতিত্ব জোটেনি এই তারকার ভাগ্যে৷ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন ২০০৮ সালের নভেম্বরে৷ কোচ হিসেবে গত ১৮ মাসে যা দিয়েছেন তা হলো কোন রকমে দক্ষিণ আফ্রিকার আসরে খেলার জন্য যোগ্যতা অর্জন৷

বিশ্বকাপের শুরুটা তবুও ভালোই ছিল মারাদোনার ছেলেদের৷ জয় পেয়েছিল গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচেই৷ কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হারে দু'বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা৷ শেষ পর্যন্ত লাখো ভক্তকে হতাশ করে বেশ আগেভাগেই বিদায় নিতে হয় এবারের আসর থেকে৷ আর তখন থেকেই শুরু হয় মারাদোনার ভাগ্য নিয়ে নানা গুঞ্জন৷ মারাদোনা কিছুটা আশার কথাই শুনিয়েছিলেন এই সপ্তাহের শুরুতেই৷ কিন্তু সোমবার এএফএ'র সভাপতি জুলিও গ্রোন্ডোনার সাথে শ্বাসরুদ্ধকর বৈঠকের পর থেকেই সন্দেহ দেখা দেয় আরো বেশি৷ অবশেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজানো হলো ৪৯ বছর বয়সি মারাদোনার বিদায় ঘণ্টা৷

মারাদোনার বিদায়ের সাথে সাথেই তাঁর উত্তরসূরি হিসেবে সামনে এসেছে বেশ কিছু সম্ভাব্য কোচের ছবি৷ তাঁদের মধ্যে সম্ভাবনার শীর্ষে রয়েছেন আলেজান্দ্রো সাবেলা৷ ৫৫ বছর বয়সি সাবেলা গত বছরের কোপা লিবার্টাডোর্সে নেতৃত্ব দিয়েছেন এস্টুডিয়ান্টদের৷ মারাদোনার উত্তরসূরিদের তালিকায় আরো রয়েছেন মিজেল আঞ্জেল রুশো এবং সার্জিও বাতিস্তা৷ বর্তমানে আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের দায়িত্বে রয়েছেন বাতিস্তা৷ এছাড়া ২০০৮ সালের বেইজিং অলিম্পিক্সে নিজেদের গৌরবময় সাফল্যে বেশ বড় ভূমিকা ছিল বাতিস্তার৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা