1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্জেন্টিনায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে

৯ মার্চ ২০১০

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে দক্ষিণ অ্যামেরিকা সফরের দ্বিতীয় পর্যায়ে আর্জেন্টিনা সফরে গিয়েছেন৷ এর আগে তিনি যান ভূমিকম্প বিধ্বস্ত চিলি’তে৷ সেখানে তিনি কথা বলেন দেশটির উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে৷

https://p.dw.com/p/MNhC
জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: AP

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে চিলি সফর শেষে আর্জেন্টিনায় পৌঁছেছেন৷ দক্ষিণ অ্যামেরিকার চারদেশ সফরের অংশ হিসাবেই তিনি পৌঁছালেন সেখানে৷

দক্ষিণ অ্যামেরিকার অন্যতম বৃহত্তর এই রাষ্ট্র সফরে এসে জার্মান পররাষ্ট্র মন্ত্রী জানালেন, জার্মানির কৌশলগত আগ্রহের কারণেই এই অঞ্চলের সঙ্গে সম্পর্ক স্থাপন জরুরি৷ জার্মানি চায় শক্তিশালী দক্ষিণ অ্যামেরিকা৷ রাজধানী বুয়েনোস আইরেসে সাংবাদিকদের ভেস্টারভেলে বললেন, আমি বিশ্বাস করি এখনো দক্ষিণ অ্যামেরিকা পুরোটাই ইউরোপের দেশগুলোতে অবহেলিত৷ এই অবস্থার অবসান করাটা খুব প্রয়োজন৷

দক্ষিণ আমেরিকা দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র আর্জেন্টিনা সফরের শুরুতেই তিনি গিয়েছিলেন ব্যবসায়ীদের সংগঠন জার্মানি-আর্জেন্টিনা চেম্বার অফ কমার্স এর একটি অনুষ্ঠানে৷ সেখানে তিনি বক্তব্য রাখেন৷ বলেন, জার্মান কোম্পানিগুলোর জন্য নতুন নতুন জানালা খোলা হবে আমার পররাষ্ট্র নীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ৷

তিনি আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন দেশের কাছে আপনাদের যে বিশাল পরিমান ঋণ রয়েছে তা পরিশোধ করার ব্যবস্থা করুন৷ ঋণ পরিশোধের কার্যক্রম শুরু করলে জার্মান কোম্পানিগুলোর আর্জেন্টিনায় বিনিয়োগের বিষয়ে আস্থা সৃষ্টি হবে৷

এর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সফর করেন চিলি৷ তিনি বৈঠক করেন সেখানকার পররাষ্ট্রমন্ত্রী মারিয়ানো ফার্নান্দেজের সঙ্গে৷ তিনি রাজধানি সান্টিয়াগোতে চিলির ভুমিকম্প পীড়িতদের জন্য সাহায্য এবং অবকাঠামো তৈরির জন্য জার্মান সহায়তা সম্পর্কে আলোচনা করেন কর্মকর্তাদের সঙ্গে৷ ভেস্টারভেলে চিলির নির্বাচিত প্রেসিডেন্ট সেবাসতিয়ান পিনেরার সঙ্গেও সাক্ষাত করেন৷

সান্টিয়াগো বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, চিলি এবং জার্মানির মধ্যে রয়েছে একটি ঐতিহাসিক সম্পর্ক৷ আর এই সুসম্পর্কের নিদর্শন হিসাবেই আমরা চিলির ভুমিকম্প পরবর্তি উন্নয়ন কার্যক্রমে সহায়তা দিতে চাই৷ তিনি বলেন, জার্মানির আপদে পাশে দাঁড়িয়েছিল চিলি, সে কথা আমরা কখনো ভুলে যাইনি৷ তিনি চিলির মারাত্মক ভূমিকম্পের ক্ষতি কাটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সহায়তার আহ্বান জানান৷

ভেস্টারভেলের চিলি সফরে জার্মান টেকনিক্যাল রিলিফ ফান্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ তার সঙ্গে ছিলেন চার কর্মকর্তা৷ সেখানকার ভূমিকম্প বিধ্বস্ত এলাকার মানুষের জন্য প্রায় ৬ লাখ ৩০ হাজার ইউরোর কারিগরি সহায়তা দেয়া হয়েছে৷

প্রতিবেদক : সাগর সরওয়ার

সম্পাদনা : দেবারতি গুহ