1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্নল্ড শোয়ার্জনেগার বিনোদন জগতে ফিরছেন

৩১ মার্চ ২০১১

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টার্মিনেটর খ্যাত আর্নল্ড শোয়ার্জনেগার বিনোদন জগতে ফিরে আসছেন৷ তবে আপাতত কোনো ছবিতে তাঁকে দেখা যাওয়ার খবর নেই৷

https://p.dw.com/p/10kzf
আর্নল্ড শোয়ার্জনেগারছবি: AP

খবর যেটা আছে সেটা হলো, অ্যাকশন আর কমেডিতে ভরপুর একটি কার্টুন সিরিজের প্রধান চরিত্রে কন্ঠ দেবেন তিনি৷ টেলিভিশনে দেখানো হবে সিরিজটি৷ কার্টুনের নাম ‘দ্য গভর্নেটর'৷

অ্যামেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর হিসেবে সাত বছর দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে তিনি অবসর নেন৷ সেই থেকে ভক্তদের মনে আশা, হয়তো আবার দেখা যাবে তাঁকে ব্লক বাস্টার কোনো ছবিতে অভিনয় করতে৷

রাজনীতিবিদ হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন শোয়ার্জনেগার৷ যদি জন্মসূত্রে অ্যামেরিকার নাগরিক হতেন তাহলে হয়তো ভবিষ্যতে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও দেখা যেতো তাঁকে৷ কিন্তু সেটা হবার নয়৷ কারণ তাঁর জন্ম অস্ট্রিয়ায়৷

গভর্নর হিসেবে দায়িত্ব পালন শেষের আগে শোয়ার্জনেগার বলেছেন, মনমতো স্ক্রিপ্ট পেলে আবারও হলিউডে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন৷ পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত থাকার সম্ভাবনার কথা বলেছেন তিনি৷ এছাড়া আত্মজীবনী লেখারও ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক এই মিস্টার ওয়ার্ল্ড৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম