1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্সেনালের কাছে বার্সেলোনার ২-১ গোলে হার!

১৭ ফেব্রুয়ারি ২০১১

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় বুধবার বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল৷ প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলা বার্সেলোনার জন্যে ছিল একটা বড় ধরণের ধাক্কা৷

https://p.dw.com/p/10IPe
ছবি: picture-alliance/dpa

গত বছরের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার কাছে ৬-৩ গোলে পরাজিত হবার প্রতিশোধটা বোধহয় এইভাবেই নিল আর্সেনাল৷ তবে খেলার শুরুটা ছিল অন্যরকম৷ খেলার প্রথমার্ধে বার্সেলোনার পক্ষে প্রথম এবং একমাত্র গোলটি করেন ডেভিড ভিলা৷ এর পরে ৭৮ মিনিটের মাথায়, অর্থাৎ খেলা শেষ হবার মাত্র ১২ মিনিট আগে পর পর দুটি গোল দেয় আর্সেনাল৷ প্রথম গোলটি দেন রবিন ফান প্যার্সি এবং পরের গোলটি দেন আন্দ্রে আর্শাভিন৷

আর্সেনালের ম্যানেজার আর্সেন ভেঙ্গা বলেন, ‘‘এটি ছিল এক বিশেষ রাত, কারণ দল হিসেবে কিছু করে দেখানোর বিশেষ তাগিদ অনুভব করছিলাম আমরা৷'' তিনি বলেন, ‘‘আমরা যাবো এবং আবারো খেলবো৷ কারণ আমরা শুধু ঐ দলের বিরুদ্ধে প্রতিরোধই গড়ে তুলবো না, আমাদের আস্থাও বাড়বে৷''

এদিকে বার্সেলোনার ম্যানেজার জোসেপ গুয়ারডিয়োলা বলেছেন, ‘‘আর্সেনাল পাল্টা জবাবে আমাদের দলকে পর্যুদস্ত করেছে৷'' তিনি বলেন, ‘‘এটি ছিল এক দারুণ খেলা৷ প্রচুর, প্রচুর সুযোগ ছিল দুই দলের জন্যেই৷ গত বছরের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি করেছি আমরা৷'' বার্সেলোনার ম্যানেজার আরও বলেন, ‘‘এটা দুঃখজনক, তবে তারা যে খুব ভালো দল, সেটা আমরা জানতে পারলাম৷ পাল্টা হামলার জন্যে তারা ভয়ংকর৷ তবে আমাদের জন্যে পরের খেলা অপেক্ষা করছে৷''

বুধবারে প্রথম থেকেই আর্সেনালের মারমুখো চেহারার প্রকাশ দেখা গেছে৷ বার্সেলোনার গোলরক্ষক ভিক্টর ভালডেস'কে তারা প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর চাপের মুখে ফেলার চেষ্টা করেছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন