1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর বেশিদিন মাইক্রোসফটে নেই রে ওজি

১৯ অক্টোবর ২০১০

মাইক্রোসফটের প্রধান সফটওয়ার স্থপতি রে ওজি অবসরে যাচ্ছেন৷ সোমবার মাইক্রোসফটের পক্ষ থেকে একথা জানানো হয়েছে৷

https://p.dw.com/p/Phhb
ছবি: picture-alliance/ dpa

বিশ্বের অন্যতম বৃহৎ এই কম্পিউটার সংস্থার সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস যখন কোম্পানির দৈনন্দিন কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথা ঘোষণা করেন, তখনই রে ওজি'কে প্রধান সফটওয়ার স্থপতি করা হয়৷ বিল গেটস তাঁর প্রতিদিনকার দায়দায়িত্ব ছেড়ে দেন ২০০৮-এক জুলাই মাসে৷

রে'র বয়স এখন ৫৪ বছর৷ ২০০৫ সালের এপ্রিল মাসে তিনি মাইক্রোসফটের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এবং ২০০৬ সালের জুন মাস থেকে প্রধান সফটওয়ার স্থপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন৷

মাইক্রোসফটের নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার বলছেন, ‘‘কোম্পানির একটি ক্রান্তিকাল পাড়ি দেওয়ার পর রে ওজি অবসরে যাবেন৷ অবসরে যাওয়ার আগে রে বিনোদন প্রযুক্তি খাতে বিনিয়োগের ওপর দৃষ্টি দেবেন৷''

বলমার রে'র প্রশংসা করে বলেন, মাইক্রোসফটের ‘ক্লাউড' কম্পিউটিং ব্যবস্থার উন্নয়নে এবং ইন্টারনেটের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পণ্য তৈরিতে তাঁর ভূমিকা অনস্বীকার্য৷ তিনি বলেন, ‘ক্লাউড' কম্পিউটিং'এর ক্ষেত্রে দায়িত্বভার গ্রহণ করে রে আমাদের সাহায্য করেছেন এবং ভবিষ্যতে উন্নতির জন্য আমাদের কোম্পানিকে একটা ভালো স্থানে নিয়ে এসেছেন৷ সার্ভিসের ক্ষেত্রে এবং ক্লাউড কম্পিউটিং ব্যবস্থার ক্ষেত্রে আমাদের অগ্রগতির ফলে এই ব্যবসার সব ক'টি ক্ষেত্রে আমরা এখন পূর্ণ গতিতে এগিয়ে চলেছি৷

Flash - Galerie Bill Gates
বিশ্বের অন্যতম বৃহৎ এই কম্পিউটার সংস্থার সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসছবি: AP

তিনি বলেছেন, ‘‘রে এবং আমি আজ ঘোষণা করছি, রে চাইছে প্রধান সফটওয়ার স্থপতির পদ থেকে সরে দাড়াতে৷ তবে মাইক্রোসফট থেকে অবসর গ্রহণের আগেই তিনি বিনোদনের বিশাল জায়গাটির ওপর দৃষ্টি নিবদ্ধ করবেন৷এক্ষেত্রে মাইক্রোসফট প্রচুর বিনিয়োগ করে রেখেছে৷'' বলমার বললেন, এর বাইরে এমুহূর্তে তাঁর কোন পরিকল্পনা নেই৷৷

রে'র সফটওয়ার কোম্পানি গ্রোভ নেট ওয়ার্ক'কে মাইক্রোসফট অধিগ্রহণ করার পরে তিনি যোগ দিয়েছিলেন এখানে৷ এর আগে তিনি ‘আইরিস অ্যাসোসিয়েটস' প্রতিষ্ঠা করেন৷ এই প্রতিষ্ঠানে তিনি ‘লোটাস নোটস' তৈরি করেছিলেন এবং এর উন্নয়নে কাজ করেছিলেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক