1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর মাত্র ৬ দিন বাকি কমনওয়েলথ গেমস শুরু হতে

২৭ সেপ্টেম্বর ২০১০

অথচ গেমস আয়োজনে চরম অব্যবস্থার অভিযোগের পর, এখন বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আছে সবাই৷ জানা গেছে, স্কটিশ এবং ওয়েলসের সদস্যরা এরই মধ্যে নতুন দিল্লিতে অ্যাথলীটদের জন্যে নির্ধারিত বাসস্থানে যেতে শুরু করেছেন৷

https://p.dw.com/p/PNbQ
কমন ওয়েলথ গেমস মাসকাট ‘শেরু’এবং গেমসের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানও ভারতের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যানছবি: UNI India

তবে অ্যাথলীটদের জন্যে নির্ধারিত ‘ভিলেজ'-এ অসমাপ্ত সুযোগ সুবিধে নিয়ে অভিযোগ অব্যাহত রয়েছে৷ স্কটল্যান্ড দলের প্রধান জন ডোয়িগ ব্যবস্থাপকদের সমালোচনা করে বলেছেন, প্রস্তুতির জন্য সাত বছর সময় পেয়ে এই ধরণের আয়োজন যথেষ্ট নয়৷ তিনি মনে করেন, সব ধরণের সুযোগ সুবিধা শেষ করতে আরো সময় লাগবে৷ ব্যবস্থাপকরা মনে করছেন, সব কাজ শেষ করতে বুধবার পর্যন্ত লেগে যেতে পারে৷ ভারত সরকারের পক্ষ থেকেও, ভিলেজ-এর সব কাজ বুধবারের আগে শেষ না হবার ব্যপারেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ নির্ধারিত সময়ের মধ্যে ‘ভিলেজ'-এর কাজ শেষ করতে, প্রায় ৪ হাজার কর্মী কাজ করছেন বলে জানা গেছে৷ তবে এরই মধ্যে ভিলেজে উঠে গেছেন, কেনিয়া, স্কটল্যান্ড এবং ভারতের অ্যাথলীটরা৷

এদিকে, কমনওয়েলথ গেমসের মাইক হুপার বলেছেন, নির্ধারিত সময়ে সব আয়োজন শেষ করতে না পারার ব্যবস্থাপক কমিটির ব্যর্থতার দায়ভার কমন ওয়েলথ গেমস ফেডারেশনের ওপর বর্তাতে পারে না৷ হুপার বলেন, আমার অঞ্চলের দায়িত্বের দায়ভার আমি নিচ্ছি৷ কাজ শেষ করার জন্যে তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করছে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে৷ তিনি বলেন, দিনের শেষে আমি এই কথা বলতে পারি যে, আমি নির্মাণ প্রকৌশলী নই এবং নির্মাতাও নই৷ হুপার বলেন, ভেন্যুর কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারার দায়িত্ব, ভারত সরকার, দিল্লি সরকার এবং বিভিন্ন সংস্থার৷ তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে৷

জানা গেছে, কমনওয়েলথ গেমস নিয়ে দিল্লির নিম্ন মানের আয়োজনের ব্যপারটি সম্পর্কে কথা বলতে পারেন কমন ওয়েলথ গেমস ফেডারেশনের প্রধান মাইক ফেনেল৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ