1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল গোরের একের পর এক যৌন কাহিনী

২৩ জুলাই ২০১০

যৌন হয়রানি কেলেঙ্কারির অভিযোগে আবারও নাকাল হতে চলেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর৷ এর আগে ওরেগন রাজ্যের পুলিশ তাঁর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ পুনঃতদন্তের কথা জানায়৷ এবার এর সঙ্গে যোগ হলো হলিউড এবং টোকিও৷

https://p.dw.com/p/OS3g
Former U.S. Vice President Al Gore
কী ভাবছেন আল গোর?ছবি: AP

এসব খবর এমন সময়ে আসল যখন আল গোরের ব্যক্তিগত জীবনের অবস্থা টালমাটাল৷ গত মাসে তিনি ও তাঁর স্ত্রী টিপার জানান, যে দীর্ঘ ৪০ বছরের সংসারের সমাপ্তি ঘটাতে চলেছেন তাঁরা৷ তাঁদের এতদিনের সুখের সংসার এভাবে ভেঙ্গে যাবে, সেটা আল গোরের শত্রুও বোধহয় কামনা করেনি৷ যা-ই হোক সুখ সবসময় স্থায়ী হয় না, এটাই সত্য৷ কিন্তু গোদের ওপর বিষফোঁড়ার মত উদয় হয়েছেন মলি হ্যাগার্টি৷

কয়েক বছর আগে এক ম্যাসাজ সেন্টারে তাঁর দেখা হয়েছিল আল গোরের সঙ্গে৷ সেখানে ম্যাসাজ নিতে গিয়েছিলেন নোবেল বিজয়ী মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট৷ ম্যাসাজ থেরাপিস্ট মলির হাতেই তিনি ম্যাসাজ নেন৷ কিন্তু বিপত্তি বাধে যখন আল গোর তাঁকে অনুরোধ করেন ম্যাসাজের শেষটা যেন একটু অন্যরকম হয়৷ কিন্তু তাতে রাজি হননি মলি৷ আর তখনই গোর তাঁর ওপর শারীরিকভাবে চড়াও হন৷ বলা বাহুল্য, এসব কথা মলি হ্যাগার্টির নিজের, যা ছাপা হয়েছে ন্যাশনাল এনকুইরার নামে একটি সংবাদপত্রে৷ এবং এসব বিষয় অস্বীকারও করেছেন আল গোর৷

Gesundheitstourismus Massage im Hamam
ম্যাসাজ চলছেছবি: Picture-Alliance /ZB

উল্লেখ্য, ৫৪ বছরের মলি হ্যাগার্টি চার বছর আগেই আল গোরের বিরুদ্ধে এই যৌন হয়রানির অভিযোগটি করেছিলেন৷ কিন্তু তখন তা চাপা পড়ে যায়৷ এখন আবার নতুন করে তিনি সেটি হাজির করেছেন৷ সাবেক ভাইস প্রেসিডেন্টকে খুব কড়া ভাষায় সমালোচনাও করেছেন তিনি৷ বলেছেন, মানুষ তাকে যা মনে করে সে আসলে তেমন নয়৷ সে একজন যৌনকাতর অসুস্থ ব্যক্তি৷ এদিকে ন্যাশনাল এনকুইরার জানিয়েছে, কেবল হ্যাগার্টি নয়, ২০০৭ সালে বেভারলি হিলস এ এবং পরের বছর টোকিওর একটি হোটেলেও নাকি একই কান্ড ঘটিয়েছিলেন পরিবেশবাদী বলে পরিচিত এই ডেমোক্রেট রাজনীতিক৷

তবে হঠাৎ করেই মলি হ্যাগার্টির উদয় হওয়া নিয়েও সন্দেহ রয়েছে৷ ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, আল গোরের সঙ্গে এই কাহিনী বলার বিনিময়ে এক মিলিয়ন ডলার দাবি করেছে এই বিগতযৌবনা ম্যাসাজ থেরাপিস্ট৷ উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আল গোর৷ বিল ক্লিন্টনের সঙ্গে যৌন সম্পর্কের কাহিনীও এমন চড়া দামে বিক্রি করেছিলেন তখনকার হোয়াইট হাউসের কর্মকর্তা মনিকা লিউনস্কি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আরাফাতুল ইসলাম