1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পট ফিক্সিং এর অভিযোগ

জাহিদুল হক৩১ মে ২০১৩

সকালে দৈনিক প্রথম আলো পত্রিকায় চোখ রেখেই সবার চোখ বড় হয়ে যায়৷ কারও বা চোখে পানি এসে পড়ে৷ এরপর শুরু হয় ফেসবুক আর ব্লগে ক্ষোভ প্রকাশ৷ কারণ তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে মোহাম্মদ আশরাফুল স্পট ফিক্সিং-এ জড়িত৷

https://p.dw.com/p/18hhV
ছবি: Lakruwan Wanniarachchi/AFP/Getty Images

শুধু তাই নয়, আশরাফুলের দাবি, তাঁকে জুয়াড়িদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক দুই অধিনায়ক খালেদ মাহমুদ ও খালেদ মাসুদ এবং সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক৷ যদিও তাঁরা প্রত্যেকেই এই অভিযোগ অস্বীকার করেছেন৷

ফেসবুক ব্যবহারকারী তাজুল তাজ লিখেছেন, ‘‘বাংলাদেশ ক্রিকেটের প্রথম প্রেম সে৷ বাংলাদেশ ক্রিকেট নিয়ে আশাবাদী হতে শিখিয়েছিল সে৷ বাংলাদেশ ক্রিকেটের প্রথম স্টার সে৷ একসাথে সারা বাংলাদেশের মানুষের প্রথম ভালোবাসা পেয়েছিল সে৷ সারা বাংলার ক্রিকেটপ্রেমীদের কষ্টের সাগরে ডুবিয়েছ সেই তুমি৷ আশরাফুল, ইউ মেক আস ফুল৷''

Mohammad Ashraful
কেন তিনি এমন করলেন?ছবি: AP

এদিকে আব্দুল কাইয়ুম নামের আরেক ফেসবুক ব্যবহারকারীতো অবিলম্বে আইপিএল আর বিপিএল বন্ধ করে দেয়ার প্রস্তাব করেছেন৷ নাহলে নাকি পুরো ক্রিকেটই স্পট ফিক্সিং এর খেলা হয়ে যাবে বলে তার আশঙ্কা৷

রাকিব হাসনাত সুমন তাঁর স্ট্যাটাসে দুঃখের সঙ্গে মজা মিশ্রিত করে  বলেছেন, ‘‘বুঝলামনা কিছু !! সকালে প্রথম আলো হাতে নেয়া মাত্রই দু'চোখে এত্তো পানি আসলো কোথা থেকে!!! নাহ্‌ অনেক দিন চোখের চেক-আপ টা করানো হয়নি !!!!''

তবে জুলহাস আলমের প্রশ্ন, যেখানে রাজনীতিবিদ থেকে শুরু করে অনেকেই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত সেখানে ক্রিকেটাররা দুর্নীতি করলে দোষের কী?

ফেসবুক গ্রুপ ‘টিনের চালে কাক, আমিতো অবাক' স্পট ফিক্সিং-এর সঙ্গে জড়িত বাংলাদেশি ক্রিকেটারদের কঠিন শাস্তি দেয়ার প্রস্তাব করেছে, যেন ভবিষ্যতে আর কেউ এই কাজ করার সাহস না পায়৷ পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে আলোচিত ম্যাচ ফিক্সিংগুলোর বেশিরভাগের সঙ্গে ভারতীয় ও পাকিস্তানিদের জড়িত থাকার উদাহরণ টেনে দেশ দুটিকে কয়েক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করে এই গ্রুপটি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য