1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসছে ‘রঞ্জনা আমি আর আসবো না....'

২৪ মে ২০১১

মুক্তির অপেক্ষায় জনপ্রিয় সংগীত শিল্পী ও চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্তের নতুন ছবি ‘রঞ্জনা আমি আর আসব না'৷ শোনা যাচ্ছে, ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত স্বয়ং৷ আর তাঁর সঙ্গে থাকছেন ‘গানওয়ালা' কবীর সুমন ও উষসী চক্রবর্তী৷

https://p.dw.com/p/11MSh
বহুমুখী প্রতিভাধর অঞ্জন দত্তছবি: AP

‘পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা, আমি আর আসবো না৷

ধর্ম আমার, আমি নিজে বেছে নিই নি,
পদবীতে ছিলনা যে হাত৷
মসজিদে যেতে হয়, তাই জোর করে যাই
বছরে দু-এক-বার৷

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি,
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি৷
কবজির জোরে আমি পারবো না৷
পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও৷
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা, আমি আর আসবো না৷...'

অঞ্জন দত্তর এ গান আমাদের সকলেরই চেনা৷ কিন্তু এবার, ‘রঞ্জনা আমি আর আসব না' ছবিটির মাধ্যমে এ গান যেন পূর্ণতা পেতে চলেছে৷ অঞ্জন দত্তর নিজের কথায়, নতুন এই ছবি আগের ছবিগুলি থেকে নাকি অনেকটাই পরিণত৷' তাছাড়া, এ ছবিটিও তাঁর অন্যান্য ছবিগুলির মতো সংগীত নির্ভর৷ যাতে সংগীত পরিচালক অঞ্জন-পুত্র নীল৷

নীল জানান, বাবার অন্য ছবিগুলোর থেকে ‘রঞ্জনা আমি আর আসব না'-র সুর বাঁধা ছিল তার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং৷ ছবিতে গানের ব্যবহারকে করে তুলতে হয়েছে সহজবোধ্য৷ সাবলীল৷ এরপরও ‘রঞ্জনা আমি আর আসব না' নিয়ে অত্যন্ত আশাবাদী নীল দত্ত৷

তাই বলাই বাহুল্য, ‘বং কানেকশন' বা ‘ম্যাডলি বাঙালী'র সাফল্যের পর, এবার ‘রঞ্জনা আমি আর আসব না' দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরাও৷

উল্লেখ্য, অঞ্জন দত্তর ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ৷ পরবর্তীতে কলকাতায় ইংরেজি সাহিত্যে পড়াশোনা করলেও, দার্জিলিং-এর সেই দিনগুলি ভীষণভাবে ফুটে উঠেছে তাঁর গানে৷ হয়ত এ ছবিতেও৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন