1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসল মায়ের কোলে তৃষ্ণা কৃষ্ণা

২৩ জুলাই ২০১০

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে তবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন৷ রয়েছে আশুলিয়ায় গার্মেন্টসে সংঘর্ষের খবর৷ আর তৃষ্ণা-কৃষ্ণার সঙ্গে আসল মায়ের সাক্ষাতের কথা৷

https://p.dw.com/p/ORzL
অপারেশনের পর আলাদা তৃষ্ণা কৃষ্ণাছবি: AP Photo/Royal Children's Hospital Melbourne/DW Fotomontage

সংবিধানে থাকবে ‘বিসমিল্লাহ'

সংবিধান সংশোধন নিয়ে নানা খবর দেখা যাচ্ছে আজকের পত্রিকাগুলোতে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শিরোনাম করেছে, ‘‘হাসিনা রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে''৷ আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য শেখ হাসিনার এই মনোভাবের কথা সাংবাদিকদের জানিয়েছেন৷ একইসঙ্গে রাজনৈতিক দলের বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিতেই আগ্রহী ক্ষমতাসীন দলের সাংসদরা৷

দৈনিক কালের কন্ঠের শিরোনাম, ‘‘সংবিধানে ‘বিসমিল্লাহ' থাকবে''৷ পত্রিকাটির কথায়, সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম' কথাটি থাকবে, আর ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই কথা৷ তবে, লক্ষ্যনীয় হচ্ছে পত্রিকাগুলো শেখ হাসিনার যে বক্তব্য প্রকাশ করছে, তা সরাসরি তাঁর কাছ থেকে পাওয়া যায়নি৷ বিভিন্ন সুত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে এসব খবর৷

গার্মেন্টসে সংঘর্ষ

দৈনিক ইত্তেফাকে গত কয়েকদিন ধরেই পোশাক শ্রমিকদের নিয়ে বিভিন্ন প্রতিবেদন দেখা যাচ্ছে৷ আজকেও এই বিষয়ে দু'টো শিরোনাম পত্রিকাটির৷ ‘‘আশুলিয়ায় গার্মেন্টসে সংঘর্ষ, আহত ৫০''৷ আরেকটি শিরোনাম হচ্ছে, ‘‘পঞ্চান্ন ভাগ গার্মেন্টস নিয়মিত বেতন দেয় না''৷ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চালানো এক জরিপে পাওয়া গেছে এই তথ্য৷ এতে বলা হচ্ছে, পোশাক শ্রমিকদের ন্যূনতম ১ হাজার ৩৬৫ টাকা মজূরি দেয়া হয়৷ নিয়মিত মজূরি দেয় ৪৫ শতাংশ কারখানা৷ ইত্তেফাক বেশ বড় আকারে এই খবরটি প্রকাশ করেছে৷

মায়ের কোলে তৃষ্ণা কৃষ্ণা

দৈনিক সমকাল আজকে তৃষ্ণা এবং কৃষ্ণাকে নিয়ে একটি খবর জানাচ্ছে৷ শিরোনাম, ‘‘মায়ের কোলে তৃষ্ণা-কৃষ্ণা''৷ এই দুই শিশু বেঁচে থাকবে, একসময় এমনটা ভাবতেও পারেননি মা লাভলি মল্লিক৷ কিন্তু অস্ট্রেলিয়ায় অপারেশনের পর এখন সুস্থ আছে দু'বোন৷ মা লাভলি তাই মেলবোর্নে দেখতে গিয়েছেন তাদেরকে৷

ঘরে পোষা যাবে হরিণ

বনের চিত্রল হরিণ এখন থেকে ঘরে এবং খামারে পোষা যাবে৷ তবে, এজন্য পালনকারীকে হরিণের বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে৷ দৈনিক প্রথম আলো দিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম