1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসামি পালালো আদালত থেকে

২২ এপ্রিল ২০১০

কাঠগড়া থেকে পালিয়েছে আসামি৷ তাও আবার সকলের চোখ ফাঁকি দিয়ে৷ ভোলা-৩ আসনের উপনির্বাচন ৭ দিন পেছানোর দাবি বিএনপি প্রার্থী হাফিজের৷ মূলত বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকের মূল খবর এগুলো৷

https://p.dw.com/p/N2Xv
উন্নয়নের স্বার্থে করের আওতা বাড়ছেছবি: picture-alliance/ dpa

বৃহস্পতিবারের দৈনিকগুলোয় যাচ্ছে সেখানে প্রধান শিরোনামগুলোতে চলতি ঘটনার চেয়ে বিশেষ প্রতিবেদনের দিকেই বেশি দৃষ্টি দিয়েছেন বার্তা সম্পাদকেরা৷ দৈনিক সমকাল বাংলাদেশের তাঁতিদের নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন লিখেছে৷ সবিস্তারে বলা হয়েছে তাতিদের দু:খ-কষ্টের কথা৷ বিশেষ করে বলা হয়েছে, বিশ্ব বাজারে সুতার দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় তাঁতশিল্পের তাঁতিদের যে মহাদুর্দিন যাচ্ছে, সেই কথা৷ তাঁতিরা বেশি দামে কাঁচামাল কেনায় উৎপাদন খরচ বেশি পড়ছে৷ এ অবস্থায় নরসিংদী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর অঞ্চলের হাজার হাজার তাঁত ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে এই পত্রিকা৷

জুন মাসে বাজেট পেশ, করের আওতা বাড়ছে

কালের কন্ঠ এ সংক্রান্ত এক প্রতিবেদনে স্পষ্টত: জানিয়ে দিয়েছে, ২০১০-১১ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে এক লাখ কোটি টাকার কাছাকাছি৷ আর এ লক্ষ্যে আয়কর ও ভ্যাটের আওতা ব্যাপকভাবে বাড়ানো হবে বলেও তাদের খবর৷ অবশ্য বরাবরের মতো বলা হচ্ছে, আওতা বাড়লেও করের হার কিন্তু বাড়ানো হচ্ছে না৷
আসামি পালালো আদালত থেকে

বিষয়টি আসলেই ভাববার মত৷ বিশেষ করে আদালতের নিরাপত্তা ব্যবস্থা যে পর্যাপ্ত ছিল না বিভিন্ন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের খবরে এই বিষয়টিই স্পষ্ট হচ্ছে৷ বার্তা সংস্থা বিডিনিউজ ২৪ জানাচ্ছে, বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে জামিনের আবেদন নাকচ হওয়ার পর কাঠগড়া থেকে পালিয়ে যান আসামি আসিফ ইমরান৷ এর আগে তিনি আদালতের কাছে জামিন চেয়েছিলেন৷ কিন্তু তা নাকচ হবার সঙ্গে সঙ্গেই তিনি হাওয়া হয়ে যান৷ ২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে হত্যা করে সন্ত্রাসীরা৷

হিযবুত তাহরিরের তহবিলের অর্থের উৎস কোথায়?

নিষিদ্ধ হিযবুত তাহরিরের তহবিলের অর্থের উৎস কোথায় তা একটি বড় প্রশ্ন৷ এ নিয়ে বিভিন্ন পত্রিকা বিভিন্ন ধরণের খবর দিচ্ছে৷ দৈনিক ইত্তেফাকের বিশেষ এক সংবাদে জানানো হয়েছে, অর্থ আসে ব্রিটেনের কয়েকজন ব্যক্তির কাছ থেকে৷ এই সংগঠনের সঙ্গে নাকি যোগাযোগ রয়েছে একাধিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের৷ পুলিশের জিজ্ঞাসাবাদে হিযবুত তাহরিরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানিয়েছেন বলে ইত্তেফাক বলছে৷ অবশ্য প্রথম আলোর এক সংবাদে বলা হয়েছে দেশের অভ্যন্তর থেকেই অর্থ সংগ্রহের দাবি করেছেন মহিউদ্দিন৷

গ্রন্থনা: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম