1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাম ও কেরালায় কংগ্রেস মুখ্যমন্ত্রীদের শপথ গ্রহণ

১৮ মে ২০১১

আসামে আজ নব নির্বাচিত কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন প্রবীণ নেতা তরুন গোগোই৷ অন্যদিকে কেরালায় কংগ্রেস-জোট সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমেন চণ্ডী৷ তাঁর সঙ্গে শপথ নেন ৬টি শরিক দলের নেতারা৷

https://p.dw.com/p/11IsO
Assam Chief Minister Tarun Gogoi on way to the assembly during the 5-days session in Guwahati. Der Ministerpräsident des indischen Bundesstaates Tarun Gogoi auf dem Weg zum Landtag in der Hauptstadt von Assam, Guwahati.
আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তরুণ গোগোইছবি: UNI

এই নিয়ে তৃতীয়বার আসামের কংগ্রেস মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭৬ বছর বয়সি প্রবীণ নেতা তরুণ গোগোই৷ আজ রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জে.বি পট্টনায়েক৷ গোগোই শপথ নেন অহমিয়া ভাষায়৷ আজ তিনি একাই শপথ নেন৷ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের তালিকা চূড়ান্ত হবে দু-তিন পর কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে পরামর্শ করে৷ সেজন্য আগামীকাল তিনি আসছেন নতুন দিল্লিতে৷ আসাম বিধানসভার ১২৬টি আসনের মধ্যে কংগ্রেস পায় ৭৮টি আসন৷ বিধায়ক দলের নেতা মনোনীত হবার পর তরুণ গোগোই বলেন, জনগণের আশা আকাঙ্খা পূরণে তাঁর দায়দায়িত্ব আরো বেড়ে গেল৷ দলীয় নেতাকর্মীদের আত্মসন্তুষ্ট না থাকার আহ্বান জানিয়ে বিচ্ছিন্নতাবাদী আলফা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷

অন্যদিকে দক্ষিণী রাজ্য কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক জোট (ইউডিএফ) সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ৬৭ বছর বয়সী কংগ্রেস নেতা ওমেন চণ্ডী৷ আজ রজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর.এস গাভাই৷ তাঁর সঙ্গে শপথ নেন ৬টি শরিক দলের নেতারা৷ ৬টি শরিক দল হলো,ইন্ডিয়ান মুসলিম লীগ, কেরালা কংগ্রেস (এম ), এসজেডি, কেরালা কংগ্রেস (জেকব ), কেরালা কংগ্রেস (পিল্লাই ) এবং আরএসপি (বি )৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী সিপিএম মুখ্যমন্ত্রী ভি.এস অচ্যুতানন্দন৷ শপথ গ্রহণের পর নতুন মুখ্যমন্ত্রী চলে যান সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দিতে৷ দ্বিতীয় দফায় তাঁর মন্ত্রিসভা সম্প্রসারিত হবার কথা ২৩শে মে৷ কেরালা বিধানসভার ১৪০টি আসনের মধ্যে কংগ্রেস-জোট পায় ৭২টি আসন৷ পূর্বতন বাম গণতান্ত্রিক জোট সরকারের চেয়ে মাত্র চারটি আসন বেশি৷

দক্ষ সাংগঠনিক ও প্রশাসনিক নেতা হিসেবে ওমেন চণ্ডীর বেশ নাম আছে৷ সহজ,সরল আম জনতার প্রতিনিধি হিসেবে তাঁর ভাবমূর্তি উজ্জ্বল৷ ছাত্রবস্থা থেকেইওমেন চণ্ডীর রাজনৈতিক জীবন শুরু৷ কংগ্রেসের ছাত্র ইউনিয়নের স্তম্ভ হিসেবে যুব সম্প্রদায়কে কংগ্রেসের বৃত্তে আনতে তিনি পালন করেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক