1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আয়রন ম্যান টু-র সঙ্গে পারছে না রবিন হুড

১৭ মে ২০১০

ইউরোপের বাজার মাত করলেও মার্কিন বক্স অফিসে আয়রন ম্যান টু-র চেয়ে পিছিয়ে আছে নতুন ছবি রবিন হুড৷ এদিকে তৃতীয়বারের মত মা হলেন জার্মান সুপার মডেল ক্লাউডিয়া শিফার৷

https://p.dw.com/p/NPaM
রবিন হুড চরিত্রে অভিনয় করেছেন রাসেল ক্রোছবি: UNIVERSAL PICTURES INTERNATIONAL FRANCE

মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই বক্স অফিসগুলোতে সুপার হিট হলিউড তারকা রাসেল ক্রোর নতুন ছবি রবিন হুড৷ রিডলি স্কটের পরিচালিত রবিন হুড গত সপ্তাহে মোট ১১১ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে বলে জানিয়েছে ইউনিভার্সাল পিকচারস৷ তবে মার্কিন বক্স অফিসে গিয়ে ‘আয়রন ম্যান টু' এর কাছে মার খেয়ে গেছে রবিন হুড৷ সেখানে এখনও পর্যন্ত শীর্ষ জায়গাটি দখল করে আছে রবার্ট ডাউনি জুনিয়রের ‘আয়রন ম্যান টু'৷ বিদায়ী সপ্তাহে তারা ৫৩ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে, সে তুলনায় রবিন হুড অনেকটাই পিছিয়ে৷ তাদের আয় ৩৭ মিলিয়ন ইউরো৷ যদিও আশা করা হচ্ছিল প্রথম সপ্তাহেই ৪০ থেকে ৪৫ মিলিয়ন ডলার আয় করবে রবিন হুড, কিন্তু তা আর হয়নি৷ তবে সামগ্রিকভাবে সবগুলো বক্স অফিসের হিসাবে কিন্তু রাসেল ক্রোই এগিয়ে রয়েছেন৷ দেখা গেছে, তুলনামূলকভাবে ইউরোপে বেশ ভালো সাড়া পেয়েছে তাঁর নতুন ছবি৷ উল্লেখ্য, রবিন হুড ছবিটি তৈরিতে খরচ হয়েছে ১৫৫ মিলিয়ন ডলারের বেশি৷

Claudia Schiffer mit Quelle Katalog
জার্মান সুপার মডেল ক্লাউডিয়া শিফারছবি: dpa

তৃতীয়বার মা হলেন সাবেক মডেল ক্লাউডিয়া শিফার

আবারও মা হলেন জার্মানির সাবেক সুপার মডেল ক্লাউডিয়া শিফার৷ শুক্রবার লন্ডনে তিনি জন্ম দেন একটি ফুটফুটে শিশুকন্যার৷ তাঁর মুখপাত্রী জানিয়েছেন, জন্মের পর মা-শিশু দুজনেই বেশ সুস্থ ৷ উল্লেখ্য, ৩৯ বছর বয়সী জার্মানির এই মডেল গত আট বছর ধরে ঘর করছেন চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে৷ বাস করছেন ইংল্যান্ডে৷ এই নিয়ে তৃতীয় সন্তানের জন্ম দিলেন ক্লাউডিয়া শিফার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়