1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংলিশ প্রিমিয়ার কার - ম্যান ইউ না চেলসি’র?

২ মে ২০১১

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রবিবার খেলা ছিল ম্যানচেষ্টার ইউনাইটেড আর আর্সেনালের মধ্যে৷ তবে এই দুই দলের চেয়ে বেশি উত্তেজনায় ছিল বোধ হয় চেলসি৷ কারণ তারা ম্যান ইউ’র হার চাইছিল৷ কেননা তাহলে তাদেরও সুযোগ থাকবে শিরোপা জেতার৷

https://p.dw.com/p/117Mr
চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছিল ম্যান ইউ ও চেলসিছবি: dapd

বাস্তবে হলোও সেটাই৷ ১-০ গোলে হেরে গেছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল৷ আর্সেনালের অ্যারন রামসে দ্বিতীয়ার্ধে গোলটি করেন৷ তবে প্রথমার্ধেও একটি গোল পেতে পারতো আর্সেনাল৷ কিন্তু ম্যান ইউ'র খেলোয়াড় ভিডিকের হাতে বল লাগলেও পেনাল্টি দেয় নি রেফারি৷ ম্যান ইউ'ও অবশ্য একটা পেনাল্টি পেতে পারতো দ্বিতীয়ার্ধে৷ কিন্তু রেফারি সেটাও দেয় নি৷ রেফারির এ ধরনের সিদ্ধান্ত নিয়ে খেলা শেষে ক্ষোভ প্রকাশ করেছেন ম্যান ইউ ম্যানেজার ফার্গুসন৷

ম্যানচেষ্টার হেরে যাওয়ায় চেলসি'র সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান হলো তিন৷ দুটো দলেরই তিনটি করে ম্যাচ রয়েছে৷ এর মধ্যে দুদলেরই প্রথম খেলা নিজেদের মধ্যে৷ সেটা হবে এই আসছে রোববারে৷ সেই খেলায় যদি চেলসি জিতে যায় তাহলে দুদলেরই পয়েন্ট সমান হয়ে যাবে৷ ফলে শিরোপা লড়াইটা হয়ে যাবে উন্মুক্ত৷

সিরি এ

এসি মিলান শিরোপা প্রায় পেয়েই গেছে বলা যায়৷ কারণ তাদের প্রয়োজন আর মাত্র একটি পয়েন্ট৷ ৩৩ খেলা শেষে তারা দ্বিতীয় স্থানে থাকা নেপোলি'র চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে৷ গতকাল তাদের খেলা ছিল বোলোগনা'র সঙ্গে৷ তাতে ১-০ গোলে জয় পায় তারা৷ এবার চ্যাম্পিয়ন হতে পারলে সেটা হবে তাদের ১৮তম শিরোপা৷ মিলানের পরবর্তী খেলা আগামী সপ্তাহে৷ পয়েন্ট তালিকার ছয় নম্বর দল রোমা'র সঙ্গে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম