1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ডের জিত বাংলাদেশের জন্য খারাপ হলো

৭ মার্চ ২০১১

বিশ্বকাপে সোমবার একটি খেলা হবে৷ সেটা কেনিয়া আর ক্যানাডার মধ্যে৷ দু’দলেরই এটা চতুর্থ ম্যাচ৷ এর আগের তিন ম্যাচের সবগুলোতেই বড় ব্যবধানে হেরেছে তারা৷ তাই অন্তত এই ম্যাচটা জিতে কিছুটা সম্মান ফিরে পেতে চাইবে দল দুটি৷

https://p.dw.com/p/10UPh
জয়ে উল্লসিত ইংল্যান্ড (ফাইল ছবি)ছবি: AP

দিল্লিতে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি৷

ইংল্যান্ড - দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ড জেতার কারণে বাংলাদেশের জন্য পরবর্তী রাউন্ডে যাওয়াটা আরও কঠিন হয়ে গেল৷ ফলে দু:সংবাদ বাংলাদেশের সমর্থকদের জন্য৷ কিন্তু ক্রিকেট বিশ্বের জন্য দারুণ একটি উপভোগ্য খেলা ছিল ম্যাচটা৷ পরপর তিনটি উত্তেজনাকর খেলা উপহার দিল ইংল্যান্ড৷ প্রথমটিতে ৩৩৮ রান করে ভারতের সঙ্গে টাই৷ পরেরটিতে ৩২৭ রান করে আন্ডার ডগ আয়ারল্যান্ডের কাছে হার৷ আর এবার মাত্র ১৭১ রান করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়৷

ভারত-আয়ারল্যান্ড

ইংল্যান্ডের মত ভারতের বিরুদ্ধে তেমন কিছু করতে পারল না আয়ারল্যান্ড৷ যে কেভিন ও'ব্রায়েন ইংল্যান্ডের বোলারদের চরমভাবে পিটিয়েছিলেন তিনি কাল সেভাবে কিছু করতে পারেন নি৷ মাত্র ৯ রানে আউট হয়ে যান তিনি৷ ফলে মাত্র ২০৭ রানে অলআউট হয়ে যায় আইরিশরা৷ যেটা মাত্র পাঁচ উইকেট খুইয়ে তুলে ফেলে ভারত৷ তখনো বাকী ছিল ২৪ বল৷ কাল ভারতের জয়ে ভূমিকা রেখেছেন যুবরাজ৷ বল হাতে তিনি নিয়েছেন পাঁচ উইকেট৷ আর ব্যাট হাতে করেছেন অপরাজিত ৫০ রান৷

বাংলাদেশ

পরের দুটো ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে৷ রবিবার তাদের বিশ্রামের দিন থাকলেও দুপুরের পর সবাই অনুশীলন করেছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়