1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউএস ওপেনের খেতাব জিতলেন ক্লিজটার্স

১২ সেপ্টেম্বর ২০১০

বেলজিয়ামের কিম ক্লিজটার্স তৃতীয় বারের মতো ইউএস ওপেনের খেতাব জয় করলেন শনিবার রাতে৷ রাশিয়ার জোনারেভাকে তিনি ৬-২, ৬-১ সেটে পরাজিত করেন৷ খেলার ঠিক ৫৯ মিনিটের মাথায় ক্লিজটার্সের কাছে ধরাশায়ী হন জোনারেভা৷

https://p.dw.com/p/PAE6
কিম ক্লিজটার্স, ইউএস, ওপেন, টেনিস, Kim, Clijsters, Belgium, US, Open, tennis,
কিম ক্লিজটার্স (ফাইল ছবি)ছবি: AP

১৩ মাস আগে মাঠে ফিরে আসা ক্লিজটার্স চমৎকার খেলে ইউএস ওপেন টেনিসে জিতলেন৷ এবার ক্লিজটার্সের লক্ষ্য ২০১০-এর লন্ডন অলিম্পিক৷ নিজের পারিবারিক জীবন শুরু করতে ২০০৭ সালের মে মাসে খেলা থেকে অবসর নেন তিনি৷ তারপরে, গত বছরের ইউএস ওপেনের ঠিক এক মাস আগে খেলায় ফিরে আসেন তিনি এবং শিকারী পাখির মত জয় করে নেন, ইউএস ওপেন খেতাব৷

২৭ বছর বয়সি এই বেলজীয় এবার নিয়ে তৃতীয়বারের মত ইউএস ওপেন খেতাব লাভ করলেন৷ তাঁর ক্যারিয়ারের চমৎকার খেলা তিনি খেলেছেন শনিবার রাতে৷ ক্লিজটার্স বলেন, তাঁর খেলার জন্যে স্বামী এবং মেয়ের ছাড় দেয়ার ব্যাপারটি তাঁর কাছে প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলার চেয়েও কঠিন কিছু৷ শনিবার ইউএস ওপেন জেতার পরে ক্লিজটার্স বলেন, তিনি অলিম্পিক পর্যন্ত এইভাবেই খেলে যেতে চান৷ ‘কিন্তু তারপরে কেউই জানেন না কী হতে পারে৷' তিনি বলেন, ‘‘ইনজুরির ব্যাপারগুলো তো জানেন, আমার প্রধান লক্ষ্য শুধু ইনজুরি মুক্ত থাকা৷'

ক্লিজটার্স বলেন, ‘‘আমি যদি তা করতে পারি, এবং কঠোরভাবে অনুশীলন এবং কাজ করে যেতে পারি, তবে গ্র্যান্ড স্ল্যামস সবসময়ই আমার ফোকাস৷ আমি এখন ভালো খেলছি, অবশ্যই আমি তা ছাড়তে চাইবো না, চাইবো ধরে রাখতে৷ এবং যতক্ষণ আমি আমার পরিবারের সঙ্গে ব্যালান্স করে চলতে পারবো৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই