1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এইডস, এইচআইভি, ইউক্রেইন, AIDS, Ukraine, HIV, Sex, Drug

১১ জুলাই ২০১০

কিয়েভের এইচআইভি পজিটিভ ব্যক্তিদের চিকিৎসার জন্য নির্ধারিত ক্লিনিকের বাইরে বসে আছেন আন্দ্রি৷ বয়স ৩২ বছর৷ বেশ জোর দিয়েই বললেন আন্দ্রি, ‘‘আমি আদৌ মাদকাসক্ত নই৷’’

https://p.dw.com/p/OGOz
এইডস, এইচআইভি, ইউক্রেইন, AIDS, Ukraine, HIV, Sex, Drug
ইউক্রেইনের এইডস ক্লিনিকে চিকিৎসাধীন রোগীরাছবি: dpa

আন্তর্জাতিক এইচআইভি/এইডস অ্যালায়েন্সের ইউক্রেইন শাখার মুখপাত্র টেটিয়ানা ডেসকো বিষয়টি পরিষ্কার করে তুলে ধরেন৷ তিনি বলেন, পরিস্থিতি এরকম যে, একজন মাদকাসক্ত ব্যক্তি একজন নারীর সাথে যৌন কাজে মিলিত হচ্ছে৷ অথচ দু'জনের কেউই হয়তো জানেন না যে, তারা কেউ এইচআইভি পজিটিভ৷ ফলে অন্যজনও সংক্রমিত হচ্ছে যৌনসঙ্গীর কাছ থেকে৷ যেমনটি ঘটেছে আন্দ্রির ক্ষেত্রেও, বলেন ডেসকো৷ এমনকি আন্দ্রি খুব খোলামেলাভাবেই বলেন, ‘‘প্রথম কনডমটি ছিঁড়ে যাওয়ায়, আরেকটি কনডমও ব্যবহার করেছিল তারা৷ কিন্তু হয়তো তাতে কোন কাজ হয়নি৷ হয়নি শেষ রক্ষা৷''

বহুব্যক্তির সাথে দৈহিক মিলনের ফলেই ইউক্রেইনে মানুষ আক্রান্ত হচ্ছে এইচআইভি/এইডসে৷ তরুণ পিতা আন্দ্রিও একইভাবে এইচআইভি ভাইরাসে সংক্রমিত৷ দেশটির বিজ্ঞানীরাও তাই এখন লক্ষ্য করছেন যে, আন্তঃশিরা মাদক গ্রহণের চেয়ে দৈহিক মিলনের মাধ্যমেই বেশি ছড়িয়ে পড়ছে এই মারাত্মক ভাইরাস৷ ইউরোপের যেসব দেশে এইডসের সংক্রমণ সবচেয়ে বেশি তার মধ্যে ইউক্রেইন একটি৷ সেখানে প্রাপ্তবয়স্ক মানুষদের ১.১১ শতাংশই এইচআইভি ভাইরাসে আক্রান্ত৷ ২০০৯ সালের পরিসংখ্যান এটি৷ সরকারি হিসাবে, ঐ বছর একাধিক ব্যক্তির সাথে যৌনকর্মের ফলে এইচআইভি আক্রান্ত হয়েছে ৪৩ শতাংশ৷ অন্যদিকে ইঞ্জেকশনের মাধ্যমে মাদক সেবনে এই রোগে আক্রান্ত হয়েছে ৩৫ শতাংশ৷

আর সরকারি হিসাব অনুযায়ী, গত জানুয়ারি মাস পর্যন্ত সেখানে এইচআইভি আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার৷ তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা তিন লাখ ষাট হাজার৷ ১৯৮৭ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ে এইডসে মারা গেছে ১৯ হাজার মানুষ৷ এর আগে বিগত কয়েক বছর ধরেই সেখানে ইঞ্জেকশনের মাধ্যমে মাদক সেবনের কারণেই এই ভাইরাস ছড়িয়েছে বেশি৷ কিন্তু এই ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে৷ এখন অধিকহারে এইচআইভি ছড়াচ্ছে যৌন কাজের মাধ্যমে৷ তাই বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এখন আর সেখানে এইচআইভি সংক্রমণ উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যেই সীমিত নেই৷ বরং এটি এখন সাধারণ মানুষের মধ্যেও সহজে ছড়িয়ে পড়ছে৷

ইউক্রেইনের জাতীয় এইচআইভি ক্লিনিকের কর্মকর্তা স্ভিতলানা আন্তোনিয়াক বলেন, সাধারণ মানুষের মাঝে এই ভাইরাস ছড়িয়ে পড়ার লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে৷ এছাড়া বেশ কিছু অঞ্চলে গর্ভবতী মেয়েদের মাঝে এইচআইভি'তে আক্রান্ত হওয়ার হার বেশি৷ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হচ্ছে, দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরই বয়স ২৫ থেকে ৪৯ বছর৷ আর তাদের প্রত্যেকেরই একাধিক শয্যাসঙ্গী রয়েছে৷ আর তারা দৈহিক মিলনের সময় কনডম ব্যবহার করে না৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সাগর সরওয়ার