1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা

২৫ ফেব্রুয়ারি ২০১১

উপকুলীয় এলাকার ১২ টি জেলার ৫৯৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন৷ আগামী ২৯শে মার্চ থেকে ৩রা এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচনে সেনা বাহিনী থাকবেনা৷

https://p.dw.com/p/10P9b
ফাইল ফটোছবি: Mustafiz Mamun

ইউনিয়ন পরিষদ নির্বাচন' সুষ্ঠুভাবে শেষ করতে নির্বাচন হচ্ছে ধাপে ধাপে৷ তাই প্রথম ধাপে উপকুলীয় এলাকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হল৷ প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা জানান, কোন প্রার্থী দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নিতে পারবেনা৷ মন্ত্রী, এমপি বা রাজনৈতিক নেতারা নির্বাচনী এলাকায় কারও পক্ষে কাজও করতে পারবেন না৷

১২টি জেলার ৫৯৬টি ইউনিয়নের ৫৯৬ জন চেয়ারম্যান, ১,৭৮৮ টি সংরক্ষিত আসনের সদস্য এবং ৫,৩৬৪টি সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচনের সময় কোন ধরনের সভা-সমাবেশ করা যাবেনা৷ আর শো ডাউনও নিষিদ্ধ৷ ৫৯৬টি ইউনিয়ন পরিষদের পর বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে৷

নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী সর্বোচ্চ ৫ লাখ ৫০ হাজার এবং সদস্য পদ প্রার্থীরা ১ লাখ ১০ হাজার টাকা খরচ করতে পারবেন৷ নির্বাচনের দিন ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন