1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূসের আপিল শুনানি ২রা মে অবধি স্থগিত

৬ এপ্রিল ২০১১

ড. মুহাম্মদ ইউনূসের আপিল সংক্রান্ত অধিকতর শুনানীর আবেদন গ্রহণ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ৷ বুধবার একদফা শুনানির পর ২রা মে পর্যন্ত শুনানি মুলতুবি রাখা হয়েছে৷

https://p.dw.com/p/10oCT
ছবি: public domain

অন্যদিকে ৯ পরিচালকের আপিল আবেদনের শুনানিও ওইদিন পর্যন্ত মুলতুবি করা হয়৷

আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখার পর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে গতকাল বিকেলেই অধিকতর আপিল শুনানির একটি আবেদন করা হয়৷ আজ সকালে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়৷ ড. কামাল হোসেন ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে সওয়াল শুরু করলে আদালত জানতে চান আজকের মধ্যে তিনি সওয়াল শেষ করতে পারবেন কিনা৷ আজকে শেষ না করলে মে মাস ছাড়া আর শুনানি সম্ভব নয়৷ কারণ অবকাশ ও অন্যান্য ছুটির কারণে আদালত বন্ধ থাকবে৷ এর পর আদালত ড. কামালের বক্তব্য শুনে ২রা মে পর্যন্ত শুনানি মুলতুবি করেন৷ ৯ পরিচালকের আপিল আবেদনেরও আজ শুনানির দিন ধার্য ছিল৷ আদালত সেই শুনানিও ওইদিন পর্যন্ত মুলতুবি করেন৷ ড. কামাল জানান, আদালত এখনো আপিল খারিজের আদেশে সই করেননি, তাই ড. ইউনূস তার পদে বহাল রয়েছেন৷

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ড. ইউনূসের পক্ষে রিভিউ আবেদন করা হয়েছে৷ কারণ রিকল আবেদনের সুযোগ নেই৷ তাই আপিল বিভাগের রায় বহাল আছে৷ তাই ড. ইউনুস আর তার পদে থাকতে পারেন না৷

বাংলাদেশ ব্যাংক নোবেলজয়ি ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের আদেশ দেয় গত ২রা মার্চ৷ এই আদেশের বিরুদ্ধে তিনি পরদিন ৩রা মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন৷ ৮ই মার্চ হাইকোর্ট ড. ইউনূসের রিট খারিজ করে দেন৷ ড. ইউনুস এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোটর্র আপিল বিভাগে আপিল করলে গতকাল তা খারিজ হয়ে যায়৷ হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী