1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউপি নির্বাচনে সরকারি দলের সন্ত্রাসের অভিযোগ বিএনপির

১ এপ্রিল ২০১১

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ করছে বিএনপি৷ নির্বাচনে আওয়ামী লীগের নেতা ও এমপিরা প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম খান আলমগীর৷

https://p.dw.com/p/10lyy
ছবি: Mustafiz Mamun

অন্যদিকে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি অযথাই ফখরুদ্দিন আহমেদ ও মইন ইউ আহমেদের বিচার দাবি করছে৷ তারাও ক্ষমতায় এলে তাদের বিচার করতে পারবেনা৷ কারণ এর সঙ্গে অনেক শক্তি জড়িত৷

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোববার দুপুরে সৌদি আরব থেকে দেশে ফিরবেন৷ তাঁকে বিমানবন্দরে ব্যাপক সম্বর্ধনার প্রস্তুতি নিতে আজ বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করে৷ সভা শেষে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের দক্ষিণাঞ্চলে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হচ্ছে৷ নির্দলীয় নির্বাচন হলেও শাসক দল আওয়ামী লীগ নির্বাচনে প্রভাব বিস্তার করছে৷

অন্যদিকে ঢাকায় এক অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদ ও সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদের বিচার অসম্ভব৷ কারণ তাদের সঙ্গে অনেকেই জড়িত ছিলেন৷

একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ইসলামী আইন বাস্তবায়ন পরিষদের ডাকা ৪ঠা এপ্রিলের হরতাল প্রসঙ্গে বলেছেন, হরতালের নামে কোন অরাজকতা সহ্য করা হবে না৷ বাংলাদেশকে কোন তালেবান রাষ্ট্র বানাতে দেয়া হবে না৷

অবশ্য বিএনপি এই হরতালে সমর্থন দেয়ার কোন সিদ্ধান্ত এখনো নেয়নি বলে জানিয়েছেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন