1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো'কে বাঁচানোর পথ সুগম করলো জার্মানি

২১ মে ২০১০

ইউরোপীয় অভিন্ন মুদ্রা ইউরো'কে বাঁচাতে ইউরোপীয় স্তরে এক বিশেষ আর্থিক তহবিল গঠনের উদ্যোগ চলছে, যার সবচেয়ে বড় অংশীদার জার্মানি৷ শুক্রবার জার্মান সংসদের দুই কক্ষই সেই ইউরো সুরক্ষা বিল অনুমোদন করে৷

https://p.dw.com/p/NURS
সংসদে ভোটগ্রহণের আগে ভেস্টারভেলে ও ম্যার্কেলছবি: AP

গ্রিসের আর্থিক সঙ্কটের পর থেকেই সঙ্কটে পড়েছে অভিন্ন মুদ্রা ইউরো৷ কারণ স্পেন ও পর্তুগালের মতো দেশের বিপুল বাজেট ঘাটতির ফলে গোটা ইউরো এলাকার অর্থনৈতিক স্থিতিশীলতাই প্রশ্নের মুখে পড়েছে৷ অভূতপূর্ব এই সঙ্কটের মোকাবিলা কীভাবে করা উচিত, সেবিষয়ে যথেষ্ট মতভেদ থাকলেও একেবারে হাত-পা গুটিয়ে বসে থাকার উপায় যে নেই, এবিষয়ে সব পক্ষই মোটামুটি একমত৷ কারণ বাজারে ইউরো'র বিনিময় মূল্য পড়ে যাচ্ছে, সেইসঙ্গে ইউরো এলাকার অর্থনীতি নিয়েও নানা সংশয় দেখা দিচ্ছে৷ একারণেই ইউরো সুরক্ষা প্যাকেজ-এর কথা ভাবা হচ্ছে৷ তবে মনে রাখতে হবে, এই প্যাকেজ-এর অর্থ এই নয় যে ইউরো এলাকার দেশগুলি এখনই নির্দিষ্ট অঙ্কের অর্থ একটি তহবিলে জমা দেবে৷ কোনো সদস্য দেশের ঋণের প্রয়োজন পড়লে শুধু তার গ্যারেন্টি দিতে প্রস্তুত থাকবে জার্মানি সহ বাকি দেশগুলি৷ অবশ্যই তার আগে সেই দেশকে একঝাঁক কড়া শর্ত মেনে নিতে হবে৷ ৭৫,০০০ কোটি ইউরোর এই তহবিলের সিংহভাগ অর্থাৎ ১৪,৮০০ কোটি ইউরো জার্মানির ভাগে পড়েছে৷ তবে ২৫,০০০ কোটি ইউরো আসবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে৷

গ্রিসের জন্য সাহায্যের কর্মসূচির সময় থেকেই টের পাওয়া গেছে, যে এমন পদক্ষেপ আর যাই হোক, জনপ্রিয় হতে পারে না৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শুরু থেকেই যেভাবে গোটা সঙ্কটের মোকাবিলা করা চেষ্টা করছেন, সেই নীতি এমনকি তাঁর নিজের ক্ষমতাসীন জোটের মধ্যেই প্রবল সমালোচনার মুখে পড়েছে৷ বিরোধীরাও ম্যার্কেল'কে প্রবলভাবে আক্রমণ করেছে৷ ফলে শুক্রবার সংসদে এই প্রস্তাব অনুমোদন করা সম্ভব হবে, এবিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছিল না৷ অবশেষে বুন্ডেসটাগ ও বুন্ডেসরাট এই প্রস্তাব অনুমোদন করলো – যদিও ক্ষমতাসীন জোটের ১০ জন সাংসদ প্রস্তাবের পক্ষে সমর্থন জানান নি৷

কেউ কেউ এই সঙ্কটকে এক সুবর্ণ সুযোগ হিসেবেও দেখছেন৷ এতকাল বিভিন্ন অভ্যন্তরীণ কারণ দেখিয়ে সদস্য দেশগুলি যেভাবে বাজেট ঘাটতির উর্দ্ধসীমা সহ ইউরো এলাকার নিয়মগুলিকে তোয়াক্কা করার প্রয়োজন বোধ করে নি, এবার সেই চিত্র আমূল বদলে যেতে পারে৷ ইউরো স্থিতিশীলতা চুক্তি আরও কড়া করে তোলার তোড়জোড় চলছে৷ নিয়ম লঙ্ঘন করলে কড়া শাস্তির বিধানও রাখার পরিকল্পনা রয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী