1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় অর্থনীতির ইস্টার!

২৩ এপ্রিল ২০১৪

ইস্টারের সপ্তাহান্তের পর মঙ্গলবার গোড়ার দিকের ট্রেডিং-এ ইউরোপীয় শেয়ারগুলোর দাম চড়ে বটে, তবে আহামরি কিছু নয়৷ মুদ্রাবাজারেও বিশেষ কোনো নড়াচড়া দেখা যায়নি: ইউরো প্রায় একই থেকেছে, ১ ডলার ৩৮ সেন্ট৷

https://p.dw.com/p/1Bm23
EU-Parlament Abstimmung über Banken Konten und Alternativkraftstoffe Symbolbild
ছবি: picture-alliance/dpa

ইস্টারের আগে ইউরোপের মুখ্য শেয়ারবাজারগুলো ছিল উঠতির দিকে৷ ইস্টারের পরেও সে প্রবণতা অব্যাহত আছে, তবে বাজার বিশেষ গরম নয়৷ এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি-র প্রধান আগামী বৃহস্পতিবার আমস্টারডামে কি বলেন, সেটা জানার আগে ট্রেডিং বিশেষ জমবে বলে মনে হয় না৷

ইস্টারের মুখে ভালো খবর৷ মার্চ মাসের পরিসংখ্যান বলছে, ইউরোপের গাড়ির বাজার সংকট কাটিয়ে ওঠার মুখে৷ গতমাসে ইউরোপীয় ইউনিয়নে নতুন গাড়ি বিক্রির সংখ্যা বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ৷ সংখ্যার বিচারে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৫০ হাজারে৷ মার্চে ইইরোপীয় ইউনিয়ন বা ইইউ-র প্রায় সব দেশেই নতুন গাড়ি বিক্রির সংখ্যা বাড়ে: ব্রিটেনে প্রায় ১৮ শতাংশ; স্পেনে ১০ শতাংশ; ফ্রান্সে ৮ দশমিক ৫ শতাংশ; এমনকি জার্মানিতে প্রায় সাড়ে ৫ শতাংশ ও ইটালিতে ৫ শতাংশ৷

China Trumpchi G55
চীনের মানুষরাও এসইউভি গাড়ির প্রেমে পড়েছেনছবি: Getty Images

ওদিকে এ বছরের ‘বেইজিং অটো শো' থেকে সুখবর: চীনের মানুষরা নাকি অ্যামেরিকা-ইউরোপের মানুষদের মতোই এসইউভি গাড়ির প্রেমে পড়েছেন৷ চীনে ফোর্ড কোম্পানির তৈরি ‘কুগা' মডেলটির বিক্রি আপাতত সবচেয়ে বেশি৷ কিন্তু আউডি, মার্সিডিজ, ভল্ভো, সিত্রোয়েন, সকলেই দাঁও মারবার স্বপ্ন দেখছে৷ মনে রাখতে হবে, ২০১৩ সালে চীনে এসইউভি গাড়ি বিক্রির পরিমাণ ছিল ২০১২ সালের ঠিক দ্বিগুণ, প্রায় ২৯ লাখ৷

রাশিয়া কিন্তু ধীরে ধীরে মন্দার দিকে এগোচ্ছে, এবং তার জন্য শুধু ইউক্রেন সংকটই দায়ি নয়, রুশ অর্থনীতির কিছু কাঠামোগত সমস্যাও রয়েছে৷ গত সপ্তাহে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তা থেকে দেখা যাচ্ছে , চলতি বছরের প্রথম তিন মাসে রাশিয়া থেকে বিপুল পরিমাণ পুঁজি বেরিয়ে গেছে৷ এবার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ সাবধান করে দিয়েছেন যে, ২০১৪ সালে রুশ অর্থনীতি না-ও বাড়তে পারে৷ আর অর্থমন্ত্রী আলেক্সেই উলিউকায়েভ জানিয়েছেন, এ বছরের প্রথম তিন মাসে রুশ অর্থনীতির সংকোচন ঘটেছে ০ দশমিক ৫ শতাংশ৷ কাজেই মন্দার আশঙ্কা ঠিক অমূলক নয়৷

এসি/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য