1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘ইউরোপীয় অর্থ তহবিল’’?

৯ মার্চ ২০১০

গ্রিসের আর্থিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটা এসেছে জার্মান অর্থমন্ত্রী ভোলফগাং শয়েবলে’র কাছ থেকে৷ ইউরোপীয় কমিশন প্রস্তাবটিকে সুনজরে দেখছে৷ আইএমএফ-এর ধরণে একটি ইএমএফ গড়ার পরিকল্পনা নাকি ক্রমেই আরো বাস্তব হয়ে উঠছে৷

https://p.dw.com/p/MNap
এথেন্সে ট্যাক্সি ধর্মঘট: গ্রিকরা সমৃদ্ধির স্বপ্ন ছাড়তে কষ্ট পাবেছবি: Picture alliance/dpa

অথচ ধারণাটা খুব নতুন নয়৷ মনে করা যেতে পারে, গ্রিস সঙ্কটের আগে, গত বছরের গ্রীষ্মে ইইউ-এর তৎকালীন মুদ্রা কমিশনার হোয়াকিন আলমুনিয়া ইইউ-দেশগুলির জন্য আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ-এ একটি সংযুক্ত এবং জোরদার প্রতিনিধিত্বের কথা ভেবেছিলেন৷ আলমুনিয়া সে আমলে বলেন: ‘‘অর্থনৈতিক এবং মুদ্রা ইউনিয়ন হিসেবে আমরা আইএমএফ-এ আমাদের স্বার্থ সর্বাধিক স্পষ্ট এবং জোরালো ভাবে তুলে ধরতে পারব, যদি ইইউ-সদস্যদের আইএমএফ-এ একটিমাত্র আসন থাকে৷'' জার্মানির মতো আইএমএফ-এ ওজনদার দেশ স্বভাবতই সে প্রস্তাবে রাজি হয়নি৷

উভয়সঙ্কটের সমাধান

এবারও কমিশন একটি ইউরোপীয় অর্থ তহবিলের পরিকল্পনাটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে প্রস্তুত৷ কেননা ‘ইএমএফ' একটি সুবিশাল উভয়সঙ্কটের সমাধান হতে পারে৷ লিসবন চুক্তির ১২৫ নং ধারা অনুযায়ী গ্রিসকে ‘বেইল আউট' - অর্থাৎ জল সেঁচে ভরাডুবি থেকে বাঁচানো - চলবে না৷ অপরদিকে মুদ্রা ইউনিয়নের একক সদস্যদেশগুলিকে দেউলিয়া হতে দেওয়া, অথবা ইউরো এলাকা পরিত্যাগ করতে বাধ্য করাও এক দুঃস্বপ্ন৷ কাজেই এই ইএমএফ সৃষ্টি করা হবে অনেকটা ধরি মাছ, না ছুঁই পানির মতো৷ অথবা সাপও মরল, কিন্তু লাঠিও ভাঙল না, সেই রকম লিসবন চুক্তি না ভেঙে গ্রিসকে সাহায্য করা৷

USA Wirtschaft Sitz Internationaler Währungsfond IWF Gebäude
ওয়াশিংটনে আইএমএফ-এর কার্যালয়ছবি: ullstein bild - Imagebroker.net

বিলাসী জমিদারপুত্র

এবং গোলমালটা সেখানেই৷ জার্মান মন্ত্রিসভায় শয়েবলে'র সতীর্থ, অর্থনীতিমন্ত্রী রাইনের ব্রুডের্লে বলেছেন: ‘‘একটি ইউরোপীয় অর্থ তহবিলের প্রশ্নে আমি সহকর্মী শয়েবলে'র সঙ্গে একমত... এখন কাজ হল, একটি বাস্তব খসড়া সৃষ্টি করা৷ সেক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল: যার সৃষ্ট গোলমাল, দায়ও হবে তার৷'' - মনে রাখা দরকার, গ্রিস বহুদিন ধরেই তার সামর্থ্যের উপরে স্বাচ্ছন্দ্য ভোগ করছে৷ সরকারি কর্মচারীদের এক-তৃতীয়াংশ ১২ মাসের বদলে ১৪ মাসের মাহিনা পায়৷ বছরে সরকারি ছুটির দিন হল ১৪টি৷ গ্রিক কর বিভাগের খাতাপত্র অনুযায়ী গোটা গ্রিসে নাকি মাত্র ৫,০০০ মানুষ বছরে ১০০,০০০ ইউরোর বেশী রোজগার করেন৷ এ' সবই হল অর্থনৈতিক এবং আর্থিক বিচারে বিলাসিতা৷ এবং গ্রিসকে সেই বিলাসিতা কমাতে বলার, বা সে-ধরণের শর্ত আরোপ করার ক্ষমতা আদত আইএমএফ বা আন্তর্জাতিক অর্থ তহবিলের আছে - কিন্তু নকল ইএমএফ-এর থাকবে না, বলছেন শয়েবলে-পরিকল্পনার সমালোচকরা৷

কিছু ভাষ্যকারের ধারণা যে, এই নতুন ইএমএফ-এর হাওয়া উঠেছে শুধুমাত্র গ্রিসকে ওয়াশিংটনে আইএমএফ-এর দ্বারস্থ হওয়া থেকে বিরত করার জন্য৷ কেননা তাহলে ইউরো এলাকার আঁতে লাগবে, এমনকি নাক কাটা যাবে৷ অপরদিকে ইএমএফ গড়ার ফল যদি এই হয় যে, সবাই আবার খরুচে জমিদারপুত্রের মতো ব্যয়-বিলাসে দিন কাটাবে, তাহলে জমিদারি লাটে উঠতে কতোদিন?

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই