1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুশ্চিন্তায় আইএমএফ

১৬ জুলাই ২০১৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইউরো এলাকার প্রবৃদ্ধি আরও কম হবে বলে পূর্বাভাষ দিয়েছে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করে তোলার ডাক দিয়েছেন৷

https://p.dw.com/p/1CdYC
Jean-Claude Juncker Porträt Archivbild
ছবি: picture-alliance/dpa

আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইউরো এলাকার প্রবৃদ্ধির পূর্বাভাষে সংশোধন করেছে৷ ১.১ শতাংশের বদলে চলতি বছর ১ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করে আইএমএফ৷ মূল্যস্ফীতির নিম্ন হার আর সংস্কারের ক্ষেত্রে অবসাদের লক্ষণ সম্পর্কেও সাবধান করে দিয়েছে তারা৷

এদিকে দ্রুত প্রবৃদ্ধির স্বার্থে ইটালি সহ কিছু দেশ বাজেট সংক্রান্ত নিয়ম শিথিল করার পক্ষে যে সওয়াল করছে, সোমবার তার সরাসরি বিরোধিতা করেছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগি৷ তাঁর মতে, বর্তমান নিয়মের মধ্যেই যথেষ্ট নমনীয়তার অবকাশ রয়েছে৷ তাছাড়া প্রবৃদ্ধির মাধ্যমেই বিপুল ঋণভার থেকে বেরিয়ে আসতে হবে, আরও ব্যয় করে সেই ঋণভার বাড়িয়ে নয়৷ সেইসঙ্গে কাঠামোগত সংস্কার চালিয়ে গোটা ব্যবস্থাকে মজবুত করলেই অর্থনীতি বাড়তি উৎসাহ পাবে৷ তবে ইউরোর উচ্চ বিনিময় মূল্য নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেন দ্রাগি৷ এর ফলে বিশেষ করে রপ্তানিকারকদের ক্ষতি হয়৷ দ্রাগি অবশ্য পরিস্থিতি সামাল দিতে কিছু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন৷ এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতির নিম্ন হার কমাতে সরকারি বন্ড কিনে অর্থনীতিতে আরও অর্থ ঢালার মতো সিদ্ধান্ত৷ আইএমএফ-ও এমন পরামর্শ দিয়েছে৷

Jean-Claude Juncker im Europaparlament 15.07.2014
ইউরোপীয় কমিশনের নতুন প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুঙ্কারছবি: Reuters

ইউরোপীয় কমিশনের আগামী প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুঙ্কার আগামী ৩ বছরের জন্য ৩০,০০০ কোটি ইউরো মূল্যের এক বিনিয়োগ তহবিল গঠনের ডাক দিয়েছেন৷ বিশেষ করে যারা চরম বেকারত্বের শিকার, তাদের কর্মসংস্থানের উপর জোর দিতে চান তিনি৷ প্রতিযোগিতার বাজারে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে হবে, বলেন ইয়ুঙ্কার৷

গত সপ্তাহে কিছুটা ধাক্কা খাওয়ার পর চলতি সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজার আবার চাঙ্গা হয়ে উঠেছে৷ একাধিক কোম্পানির শেয়ারের মূল্য বেড়ে যাওয়ার ফলেই এমন উৎসাহ দেখা গেছে৷ মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কিছু তথ্য-পরিসংখ্যান সম্পর্কে আগাম ইতিবাচক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে৷ তবে সাময়িক উচ্ছ্বাস সত্ত্বেও ভবিষ্যৎ সম্পর্কে বেশ সতর্ক রয়েছে পুঁজিবাজার৷ এপ্রিল মাসে উন্নতির পর মে মাসে ইউরো এলাকার শিল্পজগতের আউটপুট কমে যাওয়ায় সার্বিকভাবে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে৷

এসবি / জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য