1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের আকাশে ছাই মেঘ: বিমান চলাচল বিপর্যস্ত

১৭ এপ্রিল ২০১০

এই পর্যন্ত অন্তত ২০টি দেশ তাদের সবগুলো অথবা বেশীরভাগ বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে৷ বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবার কারণে, বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোতে লাখ লাখ যাত্রী আটকা পড়েছেন৷ পোহাচ্ছেন দুর্ভোগ৷

https://p.dw.com/p/MypT
আকাশে ছাই মেঘছবি: AP

আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে অব্যাহতভাবে নির্গত ছাই আকাশে ছড়িয়ে পড়ার কারণে ইউরোপের বিমান চলাচল ব্যবস্থা ভেঙ্গে পড়েছে৷ অন্তত ২০টি দেশ বিমান চলাচল নিষিদ্ধ করেছে৷ বিভিন্ন দেশের বিমানবন্দরে আটকা পড়েছেন লাখ লাখ বিমানযাত্রী৷

ইউরোপে যেখানে প্রতিদিন চলাচল করে মোট ৩০ হাজার ফ্লাইট, সেখানে ছাই মেঘের কারণে দুই তৃতীয়াংশ ফ্লাইট বাতিল করা হয়েছে৷ ইউরোপের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত জার্মানির মিউনিখ এবং ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দর সহ, ১৬টি আন্তর্জাতিক বিমানবন্দরের সবকটি শনিবার দুপুর দুটো পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে৷ ইটালির উত্তরাঞ্চলের বিমান বন্দরগুলো শনিবার দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে৷ নেদারল্যান্ডস-এর বিমানবন্দরগুলোও শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷

Vulkanausbruch in Island Flughafen Heathrow London
ফ্লাইট বাতিল হবার কারণে বিমান বন্দরেরচেক ইন এলাকা বলতে গেলে ফাঁকা৷ বৃহস্পতিবারের ছবি৷ছবি: AP

ব্রিটিশ এয়াওয়েজ শনিবার সব ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ বাতিল করেছে৷

এই পর্যন্ত অন্তত ২০টি দেশ তাদের সবগুলো অথবা বেশীরভাগ বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে৷ তবে সুইডেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে বিমান চলাচলের ওপর থেকে ধীরে ধীরে তুলে নিয়েছে নিষেধাজ্ঞা৷ বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবার কারণে, বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোতে লাখ লাখ যাত্রী আটকা পড়েছেন৷ পোহাচ্ছেন দুর্ভোগ৷ বিমান চলাচল নিষিদ্ধ হবার কারণে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে রাত্রিযাপনের জন্যে অনির্ধারিতভাবে নামতে হয় পর্তুগালে৷

ফ্লাইট বাতিল হবার কারণে, আয়ারল্যান্ডে কনসার্টে যোগ দিতে যাওয়া মার্কিন পপ তারকা হুইটনি হিউসটনকে গাড়িতে করে ব্রিটেন থেকে আয়ারল্যান্ডে যেতে হয়েছে৷ আকাশে ছাই মেঘের কারণে বাগদাদ থেকে লন্ডনে যাবার উদ্বোধনী ফ্লাইটটি বাতিল করা হয়েছে৷ এই বিশাল নো-ফ্লাই জোনের কারণে রবিবার অনুষ্ঠেয় পোলিশ প্রেসিডেন্টের শেষকৃত্যে যোগ দিতে যাওয়া বিশ্ব নেতৃবৃন্দের জন্যে কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতে পারে৷

এদিকে ইউরোস্টার ক্রস চ্যানেল রেল সার্ভিস বলছে, তারা একদিনে এতো যাত্রীর চাপ কখোনো দেখেননি, এবং বুকিং-এর কারণে সোমবার পর্যন্ত ট্রেনগুলোর কোনো আসন খালি নেই৷ ওদিকে আইসল্যান্ডের আগ্নেয়গিরি সংলগ্ন এলাকায় নতুন করে বন্যা সৃষ্টি হয়েছে৷ আগ্নেয়গিরি থেকে নির্গত গরম গ্যাসে হিমবাহ গলে এই বন্যার সৃষ্টি হচ্ছে৷ শত শত মানুষকে চলে যেতে হচ্ছে এলাকা ছেড়ে৷ আইসল্যান্ডের যে অঞ্চলে অগ্নুৎপাত হচ্ছে সেখানকার একজন অধিবাসী বলেন, একদিকে হিমবাহ থেকে বিশাল খন্ডের বরফ গলে যাওয়ার দৃশ্য অন্যদিকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত দুটি ব্যাপার একসঙ্গে এক অপার্থিব দৃশ্য তৈরী করেছে৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী