1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেরে গেলেন খেয়ার্ট ভিল্ডার্স

১৬ মার্চ ২০১৭

হেরে গেলেন খেয়ার্ট ভিল্ডার্স৷ প্রধানমন্ত্রী রুটে সম্ভবত আগামী সরকারেরও প্রধান হতে চলেছেন৷ এক চরম দক্ষিণপন্থি পপুলিস্ট নেতার পরাজয়ের ফলে ইউরোপজুড়ে স্বস্তির নিঃশ্বাস পড়ছে৷

https://p.dw.com/p/2ZGRa
ডাচ নির্বাচনে সুবুদ্ধির জয়
ছবি: picture-alliance/AP Photo/P. Nijhuis

নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে সবচেয়ে শক্তিশালী দলের নেতা হিসেবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন প্রধানমন্ত্রী মার্ক রুটে৷ তবে তাঁর এতদিনের জোটসঙ্গী সামাজিক গণতন্ত্রী দলের ভরাডুবির ফলে সরকার গড়তে তাঁকে অন্যান্য দলের সঙ্গে জোট গঠন করতে হবে৷

তাঁর কাছে এই নির্বাচন শুধু ক্ষমতা ধরে রাখার লড়াই ছিল না৷ ইউরোপে দক্ষিণপন্থি ‘পপুলিস্ট' শক্তির উত্থান বন্ধ করতে তিনি ডাচ ভোটারদের কাছে আবেদন জানিয়েছিলেন

চরম দক্ষিণপন্থি নেতা খেয়ার্ট ভিল্ডার্স প্রত্যাশা অনুযায়ী সংসদে যথেষ্ট আসন না পেলেও দ্বিতীয় শক্তিশালী শক্তি হিসেবে দেশের রাজনৈতিক কাঠামোয় বড় ধাক্কা দিতে সফল হয়েছেন৷ সংসদের বিরোধী আসনে বসেও তিনি যে সোচ্চার থাকবেন, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ রাখেননি তিনি৷ যেটুকু সাফল্য পেয়েছেন, তা নিয়ে গর্ব করছেন ভিল্ডার্স৷

জনমত সমীক্ষায় পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে অনেকগুলি বাড়তি আসন জয় করতে পেরেছেন প্রধানমন্ত্রী রুটে৷ এই অভাবনীয় সাফল্যের পেছনে তুরস্কের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক বিবাদ কাজ করেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন৷ তুরস্কের প্ররোচণার মুখে প্রধানমন্ত্রী যে কঠোর মনোভাব দেখিয়েছেন, তার ফলে ভিল্ডার্সের বিদ্বেষভরা বুলির চেয়ে দায়িত্বশীল প্রধানমন্ত্রীর প্রতি আস্থা দেখিয়েছেন অনেক ভোটার৷

নেদারল্যান্ডসের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সবুজ দল৷ এবারের নির্বাচনে তাদের সাফল্যও চোখে পড়ার মতো৷ তাদের তরুণ নেতা ইয়েসে ক্লাভারকে অনেকটা ক্যানাডার তরুণ প্রধানমন্ত্রীর মতো দেখতে হওয়ায় কিছুটা তিনি কিছুটা বিবৃত৷

সরকারি ফলাফল প্রকাশিত হবার আগেই ইউরোপের নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ অনেক নেতাই টেলিফোনে রুটেকে অভিনন্দন জানিয়েছেন৷ 

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য