1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের ফুটবল ম্যাচগুলোতে ভুভুজেলা নিষিদ্ধ

২ সেপ্টেম্বর ২০১০

বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি কিসের প্রচলন ছিল বলুন তো? মনে করতে পারছেন না তো, সেই যে ভুভুজেলা৷ যার একত্রিত শব্দে স্টেডিয়ামে সৃষ্টি হতো এক কান ফাটানো তরঙ্গ৷

https://p.dw.com/p/P2E1
ভুভুজেলা বাজাচ্ছেন ফুটবল প্রেমীছবি: AP

শুধু আর স্টেডিয়াম বলছি কেন? বিশ্বকাপ জ্বরে যখন বিশ্ব কাঁপছিল, তখন তো রাস্তাঘাট, ঘর সবজায়গায় শোনা গেছে ভুভুজেলা৷ ইউরোপের ফুটবল সংস্কৃতি রক্ষায় সেই ভুভুজেলাকে নিষিদ্ধ করা হলো৷ অর্থাৎ ইউরোপের কোন ফুটবল ম্যাচেই আর ভুভুজেলার স্থান নেই৷

ইউরোপে ফুটবল চলাকালে চিৎকার, সুর তোলা, গান এবং পানীয় পানকে আবারো অনুমোদন করে ভুভুজেলাকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা ইউ ই এফ এ৷ প্লাস্টিক দিয়ে তৈরি ভুভুজেলাকে নিষিদ্ধ করে বুধবার ইউ ই এফ এ বলেছে, ভুভুজেলার শব্দ খুব বেশি৷ ইউ ই এফ এ, তার ৫৩ সদস্যের ফেডারেশনকে বলেছে, ‘‘ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইউনিয়নের কোন ম্যাচেই স্টেডিয়ামে ভুভুজেলা নিয়ে আসা যাবে না৷'' আর এটা করা হয়েছে, ‘‘গান গাওয়া, সুর তোলা, ইউরোপীয় ফুটবলের এইসব সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করার জন্যে৷''

তবে ইউ ই এফ এ, এই কথা মেনে নিয়ে বলেছে, যে, ‘‘দক্ষিণ আফ্রিকার পরিপ্রেক্ষিতে ভুভুজেলা একধরনের স্থানীয় স্বাদ ও লোক সংস্কৃতি যোগ করেছিল৷'' তারা বলেছে, ‘‘মাঠ এবং দর্শকদের মধ্যকার আবেগের দুই তরফের বিনিময় ফুটবলের যাদু৷ কিন্তু ইউ ই এফ এ, দেখেছে যে সমর্থকদের আবেগ এবং খেলার অভিজ্ঞতা অর্জনকে হরণ করে, ভুভুজেলার শব্দ পরিস্থিতি সম্পূর্ণ বদলে দেয়৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম