1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের বিমানবন্দরে কঠোর নিরাপত্তা

৩ ফেব্রুয়ারি ২০১০

২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পর অসংখ্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পশ্চিমের দেশগুলো৷ বিশেষ করে এয়ারপোর্টে এবং বিমানের ক্ষেত্রে চেকিং, স্ক্যানিং বেড়েছে আগের চেয়ে অনেক বেশি৷

https://p.dw.com/p/LrFy
আমস্টারডামের শিফল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এখন বেশ কড়াছবি: picture-alliance/ dpa

ইউরোপও এদিকে থেকে পিছিয়ে নেই৷ লক্ষ্য বোমা হামলা প্রতিরোধ করা, মানুষের জীবন বাঁচানো৷ প্রশ্ন, নিরাপত্তা কি আদৌ বেড়েছে ?

২০০১ সালের সন্ত্রাসী হামলার পর পশ্চিমের দেশগুলোতে বিশেষ করে বিমানবন্দরে কঠোর সতর্কতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ প্রবর্তন করা হয়েছে অনেক ধরণের নিয়ম কানুন৷ ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সদস্য দেশের এয়ারপোর্টে চালু করা হয়েছে বিশেষ ব্যবস্থা৷ ধারালো কোন কিছু সঙ্গে নেয়া যাবে না, হ্যান্ডব্যাগে তরল পদার্থ, জেল বা পেস্ট জাতীয় জিনিস বহন করা একেবারেই নিষিদ্ধ৷ এগুলো সঙ্গে থাকলে যাত্রীকে কোন অবস্থাতেই প্লেনে প্রবেশের অনুমতি দেয়া হয় না৷ ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৪০০ এয়ারপোর্টে বেশ কঠোরভাবে এই নিয়মগুলো মেনে চলা হচ্ছে৷ এর সঙ্গে বডি স্ক্যানিং তো রয়েছেই৷ তবে বিশেষজ্ঞদের মতে বিভিন্ন দেশে, বিভিন্ন এয়ারপোর্টে এসব নিয়ম কানুন এক এক রকম৷

Terroralarm in London erhöhte Sicherheit in Heathrow Verspätungen
লন্ডন হিথ্রোয় আটকে পড়া প্লেনছবি: AP

গত ২৫ শে ডিসেম্বর আমস্টারডামের শিফল বিমানবন্দর থেকে ডেট্রয়েট গামী একটি মার্কিন প্লেনে উঠেছিল এক নাইজিরীয় যাত্রী৷ তার সঙ্গে ছিল বিস্ফোরক৷ বোমা মেরে ঐ বিমান উড়িয়ে দেয়ার চেষ্টা করে সে ব্যর্থ হয়৷ সঙ্গে বিস্ফোরক থাকা সত্ত্বেও শিফল বিমানবন্দরে চেকিং-এর সময় তা চিহ্নিত হয় নি৷ এতে নিরাপত্তা ব্যবস্থার ফাঁক ফোকরগুলি স্পষ্ট হয়ে ওঠে৷ এই ঘটনার পর নিরাপত্তা চেকিং হয় আরও কঠোর৷ আলোচনার কেন্দ্রভাগে চলে আসে আরও আধুনিক ও কার্যকর বডিস্ক্যানার ব্যবহারের বিষয়টি৷ গুন্ট্যার ফন আদ্রিখ আমস্টারডামের নিরাপত্তা কৌশলের দায়িত্বে রয়েছেন৷ নতুন বডিস্ক্যানার কিভাবে কাজ করে সেটাই তিনি দেখালেন৷

‘দয়া করে এভাবে দাঁড়ান, হাত দুটো ওপরের দিকে তুলে ধরুন৷ স্ক্যানিং করা হচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাবো৷'

Delta in Detroit / Terror / Northwest
ডেট্রয়েটগামী এই প্লেনেই নাইজিরীয় যাত্রী ভ্রমণ করেছিলছবি: AP

এখন পর্যন্ত এই স্ক্যানিং মেশিনে পুরো শরীর চেক করানো যাত্রীদের জন্য বাধ্যতামূলক নয়৷ এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে৷ সব দেশে বাধ্যতামূলক ভাবে তা চালু করা হবে কিনা সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র মন্ত্রীরা এখনো এক হতে পারেননি৷ তবে ইউরোপের সবগুলো এয়ারপোর্টে এই স্ক্যানিং ব্যবস্থা চালু করার কথা বলেছেন ইউরোপীয় কমিশন৷ বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে নয় সব এয়ারপোর্টেই থাকবে একই রকমের নিয়ম৷ তবে ইউরোপীয় কমিশনের বিচার বিভাগের প্রধান ভিভিয়ান রেডিং সতর্ক করে দিয়ে বলেন, ব্যক্তি অধিকার যেন এর ফলে ক্ষুন্ন না হয়৷ তিনি জানান, নিরাপত্তার জন্য আমরা যা করতে চাচ্ছি তা যেন কোন অবস্থাতেই ব্যক্তির অধিকারে হস্তক্ষেপ না করে - সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে৷ আমাদের নাগরিকরা জড়বস্তু বা কোন পদার্থ নয় তারা মানুষ এবং মানুষের মতই তাদের সম্মান করতে হবে৷

Bundespolizei Flughafen Frankfurt Terror
ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পুলিশছবি: AP

এসব যুক্তি তর্কের পরও ডাচ সরকার নেদারল্যান্ডসের বিভিন্ন এয়ারপোর্টের টার্মিনালগুলোতে নতুন স্ক্যানিং মেশিন চালু করতে চান এবং তা যত শীঘ্র সম্ভব৷ ইটালির বড় দুটি এয়ারপোর্ট রোমের ফিউমিসিনো এবং মিলানের মালপেন্সায় বডিস্ক্যানার বসানোর ব্যবস্থা করা হচ্ছে৷ তবে শুধুমাত্র সেসব যাত্রীদের শরীর স্ক্যানিং করা হবে যারা অ্যামেরিকা বা ইসরায়েলে ভ্রমণ করতে চাচ্ছেন৷ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চালু হয়ে গেছে এই নতুন স্ক্যানিং মেশিনে সম্পূর্ণ শরীর চেক করার ব্যবস্থা৷ ফ্রান্স স্ক্যানিং মেশিনগুলো আরো নিখুঁতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চায়৷ প্যারিসের বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে কয়েকটি মেশিন বসানো হয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ছোট ছোট বিমানবন্দরগুলোতেও এই ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তা এখনো পরিস্কারভাবে জানানো হয়নি৷ বলা প্রয়োজন, এই মেশিনগুলো প্রতিটির দাম ১ লক্ষ কুড়ি হাজার ইউরো৷ অত্যন্ত দামি এই মেশিনগুলো বসানো নিয়ে সব দেশই ভাবছে৷ মূল লক্ষ্য হল সন্ত্রাসী আক্রমণ প্রতিহত করা৷

প্রতিবেদক : মারিনা জোয়ারদার

সম্পাদক: আবদুল্লাহ আল-ফারূক