1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপ জুড়ে বিমান ধর্মঘটে নাকাল যাত্রীরা

২৪ ফেব্রুয়ারি ২০১০

ইউরোপ জুড়ে এখন বিমান ধর্মঘট একটা বড়সড়ো সমস্যা এখন৷ লুফত্টহানসার সমস্যা ভালো করে মেটার আগেই ধর্মঘট ফ্রান্স, ইংল্যান্ড আর গ্রিসেও৷ যাত্রীরা বিপাকে পড়েছেন সোমবার থেকেই৷ আজ পরিস্থিতি আরও গম্ভীর হতে চলেছে৷

https://p.dw.com/p/M9Z9
লুফত্টহানসার ধর্মঘট ভালো করে মেটার আগেই ফরাসি বিমানকর্মীরা ধর্মঘটের পথেছবি: AP

ধর্মঘট বাতিল হওয়ার পরেও সমস্যা মিটল না লুফত্টহানসায়

সমস্যা মোটেই পুরোপুরি মেটেনি৷ মঙ্গলবার লুফত্টহানসার প্রায় অর্দ্ধেকের বেশি বিমান ছিল মাটিতেই৷ নাকাল হয়েছেন যাত্রীরা ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে৷ যদিও সোমবার রাতেই আপাতত পাইলট ধর্মঘট স্থগিত বলে জানায় পাইলটদের ইউনিয়ন ককপিট৷ মঙ্গলবার লুফত্টহানসার মুখপাত্র ক্লাউস ভাল্টার বলেছেন, বোঝাপড়ার একটা সম্ভাবনা তৈরি হওয়ায় লুফত্টহানসা খুশি৷ পরিস্থিতি ক্রমশ ভালোর দিকে যাবে বলেই তাঁদের বিশ্বাস৷ কিন্তু ধর্মঘট স্বল্পমেয়াদী হলেও তার প্রভাব বেশ গভীর৷ যে কারণে, আগামি শুক্রবারের আগে বিশ্বজোড়া এই বিমানসংস্থার যাবতীয় কাজকর্ম স্বচ্ছন্দে হবে না৷ বিশেষ করে বিমান চলাচল পুরো মসৃণ হতে লেগে যাবে এই সময়টা৷

Frankreich Flughafen Charle de Gaulle in Paris Abfertigung
প্যারিসের শার্ল দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে নাকাল যাত্রীদের একাংশছবি: AP

ওদিকে ফ্রান্সেও শুরু হয়ে গেছে ধর্মঘট

চারদিনের জন্য ধর্মঘটে নেমেছেন ফ্রান্সের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার বা বিমান ট্র্যাফিক নিয়ন্ত্রকদের সংগঠন৷ যার ফলে মঙ্গলবার থেকেই ফ্রান্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুই ধরণের বিমানের উড়ালেই দেখা দিয়েছে বেশ সমস্যা৷ স্বল্প এবং মাঝারি পাল্লার অর্দ্ধেক উড়ানই এদিন বাতিল হয় ফ্রান্সের রাজধানী প্যারিসের ওর্লি বিমানবন্দরে৷ আন্তর্জাতিক বিমান বন্দর শার্ল দ্য গলের এক চতুর্থাংশ বিমান বাতিল ঘোষিত হয়৷ এই ধর্মঘট চলতে থাকলে পরিস্থিতি আরও করুণ হবে নিঃসন্দেহে৷ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের ইউনিয়ন এক ছয়দেশীয় মার্জার-এর বিরুদ্ধে ধর্মঘটে নেমেছে৷ ফ্রান্স, লুক্সেমবুর্গ, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস আর জার্মানির যাবতীয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের একটিই সংস্থার আওতায় আনার সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে এই ইউনিয়ন৷

বিমান ধর্মঘটের পরিস্থিতি ব্রিটেন, গ্রিসেও

ব্রিটিশ এয়ারওয়েজের বিমানসেবক বিমানসেবিকারা মানে যাঁদেরকে ‘কেবিন ক্রু' বলা হয়, তাঁরা বৃহস্পতিবার একদিনের জন্য ধর্মঘটে যাবেন বলে জানিয়ে দিয়েছেন৷ ফলে সেইদিনটায় বেশ সমস্যায় পড়বে ব্রিটিশ এয়ারওয়েজ৷ আর গ্রিসের বিমানকর্মীদের একাংশ জানিয়েছেন আজ বুধবার তাঁরা কারিগরি কর্মবিরতি পালন করবেন৷ যার অর্থ, সেদেশেও বিমান ওঠানামায় বিঘ্ন ঘটবে৷ সবকিছু মিলিয়ে ইউরোপীয় বিমানযাত্রীরা এখন ভালোই সমস্যায় ভুগবেন আগামি কয়েকটা দিন৷ সমস্যা ছড়িয়ে পড়বে বিশ্বের অন্যত্রও৷ কারণ, লুফত্টহানসা এবং ব্রিটিশ এয়ারওয়েজের মত আন্তর্জাতিক যাত্রী পরিবাহী বিমানসংস্থাগুলির যোগাযোগ রয়েছে বিশ্বের প্রায় সবকটি মহাদেশেই৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - আরাফাতুল ইসলাম