1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো সঙ্কটে, তা সত্ত্বেও কাটছে মন্দা!

১২ মে ২০১০

আর্থিক সঙ্কটে নাজেহাল হয়ে পড়লেও ইউরোপের কয়েকটি দেশের অর্থনীতির জন্য কিছু সুখবর রয়েছে৷ মন্দা কাটিয়ে ইউরো এলাকায় প্রবৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে৷

https://p.dw.com/p/NLuz
মেঘ কেটে যাবে কি?ছবি: AP

অর্থনীতির জগতের রকম-সকম বোঝা সত্যি কঠিন৷ শুধু সাধারণ মানুষই নয়, বিশেষজ্ঞরাও সবসময় বুঝে উঠতে পারেন না, কী ঘটছে৷ গ্রিসের আর্থিক সঙ্কটকে কেন্দ্র করে গোটা ইউরোপ যখন আতঙ্কে ভুগছে, তারই মধ্যে জার্মান অর্থনীতির প্রবৃদ্ধির মুখ দেখছে৷ তবে এই প্রবৃদ্ধির হিসেব আসলে বছরের একেবারে প্রথম ৩ মাসের৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মন্দা কাটিয়ে জার্মান অর্থনীতি অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে, যদিও সেই প্রবৃদ্ধির হার মাত্র ০.২ শতাংশ৷ এর অন্যতম প্রধান কারণ অবশ্যই ইউরো'র পড়তি বিনিময় হার৷ হিসেবটা বেশ সহজ৷ ধরা যাক, কোনো জার্মান সংস্থা ভারতে তাদের পণ্য রপ্তানী করতে চায়৷ এক ইউরোর বিনিময় মূল্য ৬৭ ভারতীয় টাকা হলে পণ্যের মূল্য যা দাঁড়াবে, সেই হার কমে ৫৭ টাকা হলে অবশ্যই তা কমে যাবে৷ ফলে জার্মান সংস্থা অনেক কম মূল্যে পণ্য বিক্রি করতে পারবে৷ আর হচ্ছেও ঠিক তাই৷ জার্মান রপ্তানী বাণিজ্যে তাই জোয়ার এসেছে৷

Kündigung Kassiererin greift in Kasse
বিনিময় মূল্য কমছে, মন্দা কাটছে – এখন মূল্যবৃদ্ধি না হলেই রক্ষা৷ছবি: AP

গ্রিসের সঙ্গে সঙ্গে দক্ষিণ ইউরোপের যেসব ঋণে জর্জরিত দেশ গুরুতর সঙ্কটে পড়েছে, তাদের মধ্যে রয়েছে স্পেনও৷ চরম অবস্থা এড়াতে সেদেশের সরকার ব্যয়-সঙ্কোচ কর্মসূচি শুরু করেছে৷ কিন্তু সেই স্পেনের অর্থনীতিও ঘুরে দাঁড়াচ্ছে৷ চলতি বছরের শুরুতে সেদেশের প্রবৃদ্ধির হার ছিল ০.১ শতাংশ৷ ইটালির প্রৃবৃদ্ধির হার ০.৫ শতাংশ৷ ইউরো এলাকার প্রবৃদ্ধির গড় হার ০.৫ শতাংশ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ