1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২ আসরের বাছাইপর্বে গ্রুপ সেরা জার্মানি ও ইংল্যান্ড

২৭ মার্চ ২০১১

ইউরো ২০১২ ফুটবল আসরের বাছাইপর্বে শনিবার কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ এ-র শীর্ষে জার্মানি৷ ওদিকে, জি গ্রুপের খেলায় ওয়েলসকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড৷

https://p.dw.com/p/10i47
Sports, Germany, keep, record; England, back, top, ইউরো, ২০১২, আসর, বাছাইপর্ব, গ্রুপ সেরা, জার্মানি, ইংল্যান্ড,ফুটবল, ইউরোপীয়, কাপ, Euro Cup, Football
ফাইল ছবিছবি: picture-alliance/Sven Simon

কাইজারলাউটার্ন এর মাঠে সফরকারী কাজাখস্তানকে মাত্র তিন মিনিটের মাথায় কুপোকাত করেন মিরোস্লাভ ক্লোজে৷ এরপর ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি আসে বিশ্বকাপ ফুটবলে শীর্ষ গোলদাতা থমাস ম্যুলারের পা থেকে৷ অর্ধ বিরতির মাত্র দুই মিনিট আগে ম্যুলারের দ্বিতীয় গোল৷ ফলে তিন গোলের ব্যবধানে বিরতি হয়৷ দ্বিতীয়ার্ধে অবশ্য কাজাখস্তান জার্মান তারকাদের বেশ কিছু আক্রমণ চমৎকারভাবে রুখে দেয়৷ ফলে দ্বিতীয়ার্ধে মাত্র একটি গোল পায় জার্মানি৷ ৮৮ মিনিটে গোলটি করেন আবারো ক্লোজে৷

এই জয়ের মধ্য দিয়ে বাছাইপর্বের পাঁচটি খেলা শেষে ১৫ পয়েন্ট জার্মানির৷ গ্রুপ সেরা জার্মানির সাথে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা বেলজিয়াম ও অস্ট্রিয়ার ব্যবধান এখন আট পয়েন্টের৷ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র চতুর্থ স্থানে তুরস্ক এবং তিন পয়েন্ট নিয়ে পঞ্চম ঘরে আজারবাইজান৷ তালিকায় সর্বনিম্নে থাকা কাজাখস্তানের ঝুলি শূন্য৷

অন্যদিকে, কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামের গ্রুপ জি-র খেলায় মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলস৷ তবে খেলা শুরু হওয়ার সাত মিনিটের মাথায় পেনাল্টি শটে গোল করে দলকে এগিয়ে নেন ফ্রাঙ্ক ল্যামপার্ড৷ এর আট মিনিট পরেই দ্বিতীয় গোল করেন ড্যারেন বেন্ট৷

ওয়েলসকে হারিয়ে জি গ্রুপের শীর্ষে থাকা মন্টিনিগ্রোর সাথে পয়েন্টের দিক থেকে সমতা আনল ইংল্যান্ড৷ তবে গোলের দিক থেকে এগিয়ে আবারও গ্রুপের শীর্ষে পৌঁছে গেছে ইংল্যান্ড৷ পয়েন্ট শূন্য ওয়েলস তালিকার একেবারে নিচে৷ তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা বুলগেরিয়া এবং সুইজারল্যান্ডের পয়েন্ট চার৷

শনিবার গ্রুপ বি-র খেলায় আর্মেনিয়ার শক্ত প্রতিরক্ষা ব্যুহ ভেদ করতে পারেনি রাশিয়া৷ ফলে গোলশূন্য ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে রুশদের৷ অবশ্য এই ড্র'র ফলে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রাশিয়া৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা স্লোভাকিয়া এবং আয়ারল্যান্ডেরও সংগ্রহ ১০ পয়েন্ট করে৷ চতুর্থ স্থানে আর্মেনিয়া এবং পঞ্চম স্থানে রয়েছে ম্যাসেডোনিয়া৷ পয়েন্ট শূন্য অ্যানডোরা গ্রুপ তালিকায় সবচেয়ে নিচে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক