1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোল্টের সঙ্গে চিতা বাঘের ‘লড়াই’

৩০ নভেম্বর ২০১৬

তিনি যে বিশ্বের দ্রুততম মানুষ এ বিষয়ে কারো সন্দেহ থাকার কথা নয়৷ কিন্তু ইউসেইন বোল্ট গতিতে কি বিশ্বের দ্রুততম প্রাণীর চেয়েও এগিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই চিতা বাঘের সঙ্গে তাঁর এই অভিনব প্রতিযোগিতা৷

https://p.dw.com/p/2TVBb
ইউসেইন বোল্ট
ছবি: picture-alliance/Zumapress/Li Ming

মাত্র তিন মাস আগেই অলিম্পিকে টানা তৃতীয়বারের মতো পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন জ্যামাইকার ইউসেইন বোল্ট৷ সেখানে নিজের গড়া ৯ দশমিক ৫১ সেকেন্ডের বিশ্বরেকর্ডটা ভাঙতে না পারলেও ৯ দশমিক ৮১ সেকেন্ডে সবার আগে দৌড় শেষ করে তিনি বুঝিয়ে দেন, গতিতে তাঁকে হারানোর মতো কোনো মানব সন্তান এখনো এই বিশ্বে নেই৷

তো এমন এক ‘গতিদানব' গতিতে বিশ্বের দ্রুততম প্রাণী চিতার চেয়েও কি এগিয়ে? এই প্রশ্নের উত্তর জানতে অভিনব এক উপায়ের আশ্রয় নেয়া হয়েছিল৷ নীচের ভিডিওতে দেখুন কীভাবে চিতার পাশাপাশি দাঁড় করানো হয়েছিল বোল্টকে৷

দেখলেন তো! একসঙ্গে নয়, দৌড়টা হয়েছে আলাদা আলাদা৷ ইউসেইন বোল্টের বিশ্ব রেকর্ড গড়া সেই দৌড়ের ভিডিওর পাশেই রাখা হয়েছে এক চিতা বাঘের প্রাণপনে ছুটে চলার ভিডিও৷ চিতাবাঘটির সামনে ছিল ছুটে চলা এক টোপ৷ ওই টোপ ধরতে গিয়ে চিতাবাঘটি ১০০ মিটার অতিক্রম করেছে ৬ দশমিক ১৩ সেকেন্ডে৷ তার মানে? হ্যাঁ, মানে হলো ইউসেইন বোল্ট যত দ্রুতই দৌড়ান না কেন, চিতা বাঘের চেয়ে এখনো তিনি অনেকটা পিছিয়ে৷ ২০১৫ সালের মার্চ মাসে ইউটিউবে আপলোড করা হয়েছিল এই ভিডিও৷ তারপর থেকে ভিডিওটি মোট ১০ লক্ষ ২৫ হাজারের চেয়েও বেশি বার দেখা হয়েছে৷

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য