1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউ-টিউবে আইপিএল, বার্সার বাসযাত্রা, শুমি’র ‘বার্দ্ধক্য’

২০ এপ্রিল ২০১০

মার্কিন মুলুকে ইউ-টিউব দেখাবো লাইভ আইপিএল৷ বার্সেলোনার ফুটবল টীম বাসে করে মিলান পাড়ি দিল৷ মিশায়েল শুমাখার কি তাঁর দক্ষতা হারিয়েছেন?

https://p.dw.com/p/N0hA
গতবছরের ফাইনালে জেতার পর ডেকান চার্জারদের উল্লাসছবি: AP

মার্কিন মুলুকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ফ্যানরা এবার ইউ-টিউবে অন্তত সেমিফাইনাল দু'টো এবং ফাইনাল খেলাটি লাইভ দেখতে পারবেন বলে ইউ-টিউব জানিয়েছে৷ এর আগে যুক্তরাষ্ট্রের ইউ-টিউব দর্শকরা আইপিএল-এর খেলাগুলি ম্যাচ শেষ হবার ১৫ মিনিট পর থেকে দেখতে পাচ্ছিলেন৷ অথচ অন্যান্য দেশে সেগুলো লাইভ দেখানো হচ্ছিল৷ ইউ-টিউব বলছে, তাদের সাইটে আইপিএল চ্যানেলটি এবার চার কোটি দর্শক পেয়েছে, তার মধ্যে ভারতের পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই দর্শকরা সর্বাধিক৷ বলে রাখি, আইপিএল-এর প্রথম সেমিফাইনাল হল আগামী বুধবার৷

বার্সার বাসযাত্রা

Flughafen Chaos Vulkan
বার্সার লিওনেল মেসি মিলান যাবার বাসে উঠছেনছবি: AP

ওদিকে গতবারের চ্যাম্পিয়নস লীগ বিজয়ী বার্সেলোনা'র দলকে এবার কোচ পেপ গুয়ার্দিওলা সহ বাসে করে প্রায় হাজার কিলোমিটার পথ পেরিয়ে মিলান যেতে হয়েছে ইউরোপের আকাশে ছাইমেঘের কারণে৷ মাঝে আবার কান-এ রাত্রীবাস৷ অবশ্য যাত্রাটাই যা কষ্টের: বার্সা গত নভেম্বরে তাদের নিজের মাঠ নু ক্যাম্পে গ্রুপ পর্যায়ের খেলায় ইন্টার মিলান'কে অবলীলাক্রমে হারিয়েছিল৷ কিন্তু গুয়ার্দিওলা সাবধানী লোক৷ মিলান যাওয়ার পথে সারা রাস্তা ভিডিও'তে ইন্টার মিলানের সাম্প্রতিক খেলাগুলো দেখেছেন এবং দেখিয়েছেন৷ পরে সাংবাদিকদের কাছে তাঁর মন্তব্য হল: ‘‘আমরা ইউরোপের একটি সেরা দলের বিরুদ্ধে খেলতে চলেছি৷'' এবং সেই খেলাটি হল আজ মঙ্গলবার৷

শুমির ‘বার্দ্ধক্য'

ফর্মুলা ওয়ান মোটর রেসিং-এ গত সপ্তাহান্তে যা ঘটল, তাদের ব্রিটেনের মানুষ ভারী খুশী, জার্মানদের মুখ হাঁড়ি৷ আর কিছু নয়, শাংহাই'তে চীনের গ্রঁ প্রী'তে দুই ব্রিটিশ চালক জেনসন বাটন এবং লুয়িস হ্যামিল্টন ম্যাকলারেনের হয়ে প্রথম দু'টি স্থান অধিকার করেছেন৷ ফলে ‘ডেইলি মেল'-এর শীর্ষক হল: ‘‘রুল ব্রিটানিয়া''৷ অথচ জেতার কথা ছিল জার্মানির উঠতি তারকা সেবাস্টিয়ান ফেটেল-এর, যিনি রেড বুল-এর হয়ে গাড়িতে বসেন, এর আগের চীনা গ্রঁ প্রী'তে বিজয়ী হয়েছিলেন এবং এবারও শাংহাই'তে তাঁর পোল পজিশন ছিল৷ কিন্তু আরো বড় কথা হল যে, সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন মিশায়েল শুমাখার, যিনি নাকি বৃষ্টিতে অতি ভালো চালাতে পারেন বলে নাম ছিল, তিনিও দশম স্থানের উপরে উঠতে পারেননি৷ কাজেই জার্মানির সবচেয়ে বেশী বিক্রীর ট্যাবলয়েড ‘বিল্ড'-এর শীর্ষক হল: ‘‘শুমি'কে বুড়ো দেখাচ্ছিল'' - জার্মানে যার অর্থ, ও'কাজ তোমার দ্বারা হবে না৷

Formel 1 China 2010 Rennen
শাংহাই’তে বাটন এবং হ্যামিল্টনের উল্লাস - মঞ্চে শুমি’র স্থান হয়নিছবি: AP

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার