1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিকে হারালো জার্মানি

আরাফাতুল ইসলাম৩ জুলাই ২০১৬

জার্মানদের জন্য আজ এক বড় উৎসবের দিন৷ ইটালীয়দের কাছে টানা পরাজয়ের রেকর্ড ভেঙ্গে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে সেদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে জার্মানি৷

https://p.dw.com/p/1JI7e
UEFA EURO 2016 Deutschland vs. Italien Jübel
ছবি: picture alliance/GES/M. Gilliar

জার্মানি-ইটালির মধ্যকার ফুটবল লড়াইটা দীর্ঘদিনের৷ চারবার বিশ্বকাপ জেতা জার্মানরা আন্তর্জাতিক কোনো ফুটবল টুর্নামেন্টে ইটালীয়দের হারাতে পারেনি এতকাল৷ গত ইউরো কাপেও এই ইটালির কাছেই বাজেভাবে হেরেছিল জার্মানরা৷

আজকের ম্যাচ নিয়ে তাই একটু বাড়তি উত্তেজনা ছিল বৈকি৷ সেই উত্তেজনা শুরু থেকেই টের পাওয়া গেছে দু'দলের পাল্টাপাল্টি আক্রমণ দেখে৷ তবে প্রথমার্ধে উভয় দল কয়েকটি সুযোগ পেলেও সেগুলো গোলের জালে জড়াতে পারেনি৷

ইটালি-জার্মানির মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে প্রথম গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে৷ জার্মানির মেসুত ও্যজিল গোল করে জার্মানদের আনন্দের বন্যায় ভাসিয়ে দেন৷ কিন্তু সেই আনন্দ খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি৷ খেলার ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইটালির লিওনার্দো বনুচি৷ ডি-বক্সে জেরম বোয়াটিংয়ের হাতে বল লাগায় পেনাল্টির সুযোগটা পেয়েছিল ইটালীয়রা৷

শেষমেষ ১-১ গোলে খেলা গড়ায় বাড়তি সময়ে৷ কিন্তু কোনো দলই সুবিধা করতে পারেনি বাড়তি সময়ে৷ তেমন ধারালো আক্রমণও দেখা যায়নি৷ বরং মনে হচ্ছিল খেলোয়াড়রা বুঝি প্রস্তুত হচ্ছিলেন টাইব্রেকারের জন্য৷ শেষ অবধি টানটান উত্তেজনার সমাপ্তি ঘটে পেনাল্টি শ্যুটআউটে৷ ৬-৫ গোলে ইটালিকে হারায় জার্মানি৷

ও হ্যাঁ, আজকের খেলায় ইটালির ফুটবলাররা মাঠে নেমেছিল হাতে কালো আর্মব্যান্ড পরে৷ ঢাকার গুলশানে জঙ্গি হামলায় ন'জন ইটালীয়সহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ব্যান্ড পরেন খেলোয়াড়রা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য