1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনসমক্ষে চুম্বনে বাধা

১১ জুলাই ২০১৪

সমকামী যুগলদের জনসমক্ষে চুম্বনে বাধা দেয়ার আইন করতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়েছে পড়েছেন ইটালির এক মেয়র৷ তাঁর এই ঘোষণা দেয়ার পর দেশে-বিদেশে সমালোচনার ঝড় ওঠে৷

https://p.dw.com/p/1CZkR
ছবি: Fotolia/drubig-photo

ইটালির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ছোট শহর বোর্গোসেসিয়ার মেয়র গিয়ানলুসা বুয়োনানো৷ তিনি ডানপন্থি দলের সমর্থক, যারা সমকামী সম্পর্কের বিরোদী৷ ইউরোপীয় পার্লামেন্টের এক অধিবেশনে তিনি বলেন, ‘‘সমকামী যুগল মানে প্রকৃতির অস্বাভাবিকতা৷ অর্থাৎ কুকুরের ডাক পরিবর্তন হয়ে মিউ মিউ হয়ে যাওয়া, অথবা বিড়াল ঘেউ ঘেউ করতে থাকা৷'' তিনি জানিয়েছিলেন যে, তিনি তাঁর আইনজীবীদের সাথে আলোচনা করেছেন প্রকৃতিবিরুদ্ধ আচরণের জন্য কী ধরনের শাস্তি হতে পারে৷ এ সংক্রান্ত একটি ডিক্রি খুব শিগগিরই জারি করবেন বলেও নাকি জানান তিনি৷

Symbolbild Homosexualität Afrika
‘‘সমকামী যুগল মানে প্রকৃতির অস্বাভাবিকতা’ছবি: TONY KARUMBA/AFP/Getty Images

বোর্গোসেসিয়ার মাত্র ১৩ হাজার মানুষের বাস৷ মেয়র গিয়ানলুসা গত মে মাসে ইউরোপীয় পার্লামেন্টে ‘নর্দান লিগ'-এর পক্ষে লড়ে জয় পান৷ ইউরোপীয় পার্লামেন্টে দেয়া তাঁর এই ভাষণের ব্যাপক প্রতিবাদ জানায় পার্লামেন্টের বামপন্থি নেতারা৷ জার্মান স্যোশাল ডেমোক্রেট বির্গিট সিপেল গিয়ানলুসাকে ‘পার্লামেন্টের লজ্জা' হিসেবে উল্লখ করে বলেন, ‘‘জনসমক্ষে সমকামীদের চুম্বন নিষিদ্ধ করে তিনি একটি বিশেষ সম্প্রদায়ের অধিকারে হস্তক্ষেপ করেছেন, যা ইউরোপীয় ইউনিয়নের নীতির লঙ্ঘন৷''

৪৮ বছর বয়সি এই মেয়র আগেও সমালোচনার মুখোমুখি হয়েছেন৷ এই মাসেই ইউরোপীয় পার্লামেন্টে বোরখা পড়ে উপস্থিত হয়েছিলেন তিনি৷ উদ্দেশ্য, ইউরোপীয় দেশগুলোতে যাতে মুসলিম অভিবাসীদের প্রবেশ করতে দেয়া না হয়৷ প্রসঙ্গত, তাঁর দল বরাবরই বর্ণবাদী হিসেবে পরিচিত৷

এপিবি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য