1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির বিশ্বখ্যাত চলচ্চিত্র সংগীতকার নিনো রটা

২ ডিসেম্বর ২০১০

পশ্চিমের সংগীত জগতের এক বিশিষ্ট নাম নিনো রটা৷ ইটালির এই বিশ্বখ্যাত সংগীতকার ও নির্দেশক ৩০ থেকে ৭০ দশক পর্যন্ত অসংখ্য ছবির আবহ সংগীতের মধ্য দিয়ে অমর হয়ে আছেন৷ ৩ ডিসেম্বর প্রয়াত এই সংগীতকারের ৯৯ তম জন্ম বার্ষিকী৷

https://p.dw.com/p/QNnv
নিনো রটাছবি: picture-alliance/maxppp

১৯৭২ সালে মার্লোন ব্র্যান্ডো অভিনিত ও ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত মাফিয়া ভিত্তিক সাড়া জাগানো ছায়াছবি ‘দ্য গডফাদার' এর আবহ সংগীতও বিশ্বব্যাপী পায় অসাধারণ জনপ্রিয়তা৷ নিনো রটা হয়ে ওঠেন চলচ্চিত্র সংগীতের এক সম্মানিত প্রতীক৷

নিনো রটার জন্ম ১৯১১ সালের ৩ ডিসেম্বর ইটালির মিলান শহরে এক সংগীত পরিবারে৷ আট বছর বয়সে তিনি রচনা করেন তাঁর প্রথম সংগীত৷ মিলানের সংগীত বিদ্যালয়ে স্কুল শিক্ষার পর রোমের সান্তা সেসিলিয়া একাডেমিতে সংগীতের কম্পোজিশন নিয়ে পড়াশুনা করেন৷ সেই সাথে চলে ধ্রুপদী সংগীত রচনার চর্চা৷ তিরিশের দশকে অ্যামেরিকায় অবস্থানকালে হলিউডের ছায়াছবি এবং বিশেষ করে জর্জ গার্শউইন এর সংগীত তাকে আকর্ষণ করে গভীর ভাবে৷ দেশে ফিরে এসে চলচ্চিত্র সংগীত রচনায় মনোনিবেশ করেন নিনো রটা৷ পঞ্চাশের দশকে ইটালির বিশ্বখ্যাত চিত্র পরিচালক ফেডেরিকো ফেলিনির সাথে কাজ শুরু করেন তিনি৷ সত্তর দশক পর্যন্ত ফেলিনির প্রায় সবকটি ছবির জন্যই সংগীত রচনা করেছিলেন নিনো রটা৷

Flash-Galerie Al Pacino Der Pate Teil 1 The Godfather
বিখ্যাত ‘দ্য গডফাদার' ছবির দৃশ্যছবি: picture alliance

ফেলিনি, লুচিনো ভিসকন্টি, ফ্রাঙ্কো জাফিরেলি, ফ্রান্সিস ফোর্ড কপোলা ছাড়াও আরো বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালকের ছবির আবহ সংগীতের রূপকার তিনি৷ তাঁর চল্লিশ বছরের দীর্ঘ সংগীত জীবনে ১৫০ টিরও বেশি ছয়াছবির সংগীত রচনা করেছেন তিনি৷ ভূষিত হয়েছেন অস্কার, গোল্ডেন গ্লোব ও গ্র্যামি পুরস্কারে৷

১৯৭৯ সালের ১০ এপ্রিল রোমে শেষ নিঃশ্বাস ফেলেন বহুমুখী প্রতিভার অধিকারী এই সংগীতকার৷ চলচ্চিত্র সংগীতের পাশাপাশি তিনি রচনা করেছন একাধিক সিম্ফনি, অপেরা, ব্যালে, পিয়ানো ও বেহালা কনসার্ট, বৃন্দসংগীত আর স্ট্রিং কোয়ার্টেট৷ তবে চলচ্চিত্রের সংগীতকার হিসেবেই নিনো রটা পেয়েছেন বিশ্বখ্যাতি৷

প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারুক